ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

২৪ বছরের তরুণীকে বিয়ে করতে ২ কোটি টাকা খরচ করলেন ৭৪ বছরের বৃদ্ধ

  • আপডেট সময় : ০৪:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রেম কাহিনি। যেখানে ৭৪ বছর বয়সী তারমান নামের এক বৃদ্ধ ২৪ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করতে গিয়ে খরচ করেছেন প্রায় ২ কোটি টাকা। বয়সের প্রায় ৫০ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও, তারমান তার পছন্দের তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এবং এর জন্য অর্থব্যয়েও কোনো কসরত করেননি।

বিয়ের আগে কনে পক্ষের পরিবারের অনেকেই এই বিয়ের প্রতি আপত্তি জানালেও, তরুণী তারমানের প্রস্তাবে রাজি হন। বিয়ের একটি বিশেষ শর্ত ছিল ‘ব্রাইড প্রাইস’ অর্থাৎ কনে পক্ষ থেকে বর পক্ষকে অর্থ প্রদান, যা বৃদ্ধের কাছে কোনো আপত্তিকর বিষয় ছিল না।

বিয়ের দিন এলাহি আয়োজনের মধ্যে তারমান কনের হাতে ব্রাইড প্রাইস হিসেবে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ভারতীয় টাকার সমপরিমাণ চেক তুলে দেন, যা প্রথমে চুক্তিবদ্ধ অর্থের চেয়ে অনেক বেশি। এছাড়া বিয়ের যাবতীয় খরচও তারমান বহন করেন, যা কয়েক কোটি টাকার মধ্যে।

তবে বিয়ের পরেই বিতর্ক শুরু হয়। নবদম্পতি একসঙ্গে একটি বাইকে চড়ে কনের বাড়ি থেকে চলে যান। বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ব্যক্তিরা অভিযোগ করেন, তারমান তাদের পাওনা টাকা না দিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি পুলিশ পর্যন্ত যায় এবং চেকের সত্যতা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়।

এই অভিযোগ ও সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় তারমান জানান, তিনি কোথাও পালিয়ে যাননি এবং চেকটি সম্পূর্ণ আসল। কনের পরিবার থেকেও নিশ্চিত করা হয় যে নবদম্পতি সুস্থ ও ভালো আছেন।

এই অনন্য ও বিতর্কিত বিয়ের গল্পটি সাউথ চায়না মর্নিং পোস্টেও আলোচিত হয়েছে, যা ইন্দোনেশিয়ার সামাজিক পরিসরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ওআ/আপ্র/১৩/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৪ বছরের তরুণীকে বিয়ে করতে ২ কোটি টাকা খরচ করলেন ৭৪ বছরের বৃদ্ধ

আপডেট সময় : ০৪:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রেম কাহিনি। যেখানে ৭৪ বছর বয়সী তারমান নামের এক বৃদ্ধ ২৪ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করতে গিয়ে খরচ করেছেন প্রায় ২ কোটি টাকা। বয়সের প্রায় ৫০ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও, তারমান তার পছন্দের তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এবং এর জন্য অর্থব্যয়েও কোনো কসরত করেননি।

বিয়ের আগে কনে পক্ষের পরিবারের অনেকেই এই বিয়ের প্রতি আপত্তি জানালেও, তরুণী তারমানের প্রস্তাবে রাজি হন। বিয়ের একটি বিশেষ শর্ত ছিল ‘ব্রাইড প্রাইস’ অর্থাৎ কনে পক্ষ থেকে বর পক্ষকে অর্থ প্রদান, যা বৃদ্ধের কাছে কোনো আপত্তিকর বিষয় ছিল না।

বিয়ের দিন এলাহি আয়োজনের মধ্যে তারমান কনের হাতে ব্রাইড প্রাইস হিসেবে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ভারতীয় টাকার সমপরিমাণ চেক তুলে দেন, যা প্রথমে চুক্তিবদ্ধ অর্থের চেয়ে অনেক বেশি। এছাড়া বিয়ের যাবতীয় খরচও তারমান বহন করেন, যা কয়েক কোটি টাকার মধ্যে।

তবে বিয়ের পরেই বিতর্ক শুরু হয়। নবদম্পতি একসঙ্গে একটি বাইকে চড়ে কনের বাড়ি থেকে চলে যান। বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ব্যক্তিরা অভিযোগ করেন, তারমান তাদের পাওনা টাকা না দিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি পুলিশ পর্যন্ত যায় এবং চেকের সত্যতা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়।

এই অভিযোগ ও সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় তারমান জানান, তিনি কোথাও পালিয়ে যাননি এবং চেকটি সম্পূর্ণ আসল। কনের পরিবার থেকেও নিশ্চিত করা হয় যে নবদম্পতি সুস্থ ও ভালো আছেন।

এই অনন্য ও বিতর্কিত বিয়ের গল্পটি সাউথ চায়না মর্নিং পোস্টেও আলোচিত হয়েছে, যা ইন্দোনেশিয়ার সামাজিক পরিসরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ওআ/আপ্র/১৩/১/২০২৬