নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে গত ২৪ দিনে সৌদি আরবে হজ করতে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন, এর মধ্যে সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন। তাদের মধ্যে সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা।
চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন। সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।
২৪ দিনে হজে গেছেন ৪৪২৩৩ জন, মৃত্যু ৭
ট্যাগস :
২৪ দিনে হজে গেছেন ৪৪২৩৩ জন
জনপ্রিয় সংবাদ