ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টা না পেরোতেই দখল ‘রেড জোন’

  • আপডেট সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবন থেকে সচিবালয় ও মেয়র হানিফ উড়ালসেতু থেকে গুলিস্তান পর্যন্ত সড়ককে রেড জোন ঘোষণা করে গত রোববার (১১ সেপ্টেম্বর) হকার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়কের দুই পাশ থেকে সবকিছু নিয়ে সরে যান হকাররা। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবার তারা ফিরে এসেছেন আগের জায়গায়। রোড জোন দখলে নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
রোববারের অভিযানের পর ডিএসসিসি জানায়, এ দিন সহস্রাধিক দোকান উচ্ছেদ করা হয়। ৯ হকারকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে গতকাল সোমবার সকালে গুলিস্তানের জিরো পয়েন্ট, আহাদ পুলিশ বক্স, বায়তুল মোকাররম, পাতাল মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, হকাররা আবার জড়ো হচ্ছেন মালপত্র নিয়ে। গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন হকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গতকাল ধরপাকড় করা হয়েছে। কিন্তু এরপরও পেটের আমরা হামলা-মামলা উপেক্ষা করে এখানে বসছি। এখানে না আসলে ছেলেমেয়ে নিয়ে খাবো কি? রেড জোনে ফের হকারদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, তারা দখলে নিলে আমরা আগামীকাল আবার উচ্ছেদ অভিযান করবো। সিটি করপোরেশন রেড জোন হকারমুক্ত রাখার ব্যাপারে কঠোর হবে।
্উল্লেখ্য, ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পথচারীদের চলাচলের জায়গা হকারদের দখলমুক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। সড়কগুলোকে গুরুত্ব অনুসারে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে গুলিস্তান, বঙ্গভবন, সচিবালয় ও মেয়র হানিফ উড়াল সেতু এলাকাকে লাল চিহ্নিত জোন ঘোষণা করে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৪ ঘণ্টা না পেরোতেই দখল ‘রেড জোন’

আপডেট সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবন থেকে সচিবালয় ও মেয়র হানিফ উড়ালসেতু থেকে গুলিস্তান পর্যন্ত সড়ককে রেড জোন ঘোষণা করে গত রোববার (১১ সেপ্টেম্বর) হকার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়কের দুই পাশ থেকে সবকিছু নিয়ে সরে যান হকাররা। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবার তারা ফিরে এসেছেন আগের জায়গায়। রোড জোন দখলে নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
রোববারের অভিযানের পর ডিএসসিসি জানায়, এ দিন সহস্রাধিক দোকান উচ্ছেদ করা হয়। ৯ হকারকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে গতকাল সোমবার সকালে গুলিস্তানের জিরো পয়েন্ট, আহাদ পুলিশ বক্স, বায়তুল মোকাররম, পাতাল মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, হকাররা আবার জড়ো হচ্ছেন মালপত্র নিয়ে। গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন হকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গতকাল ধরপাকড় করা হয়েছে। কিন্তু এরপরও পেটের আমরা হামলা-মামলা উপেক্ষা করে এখানে বসছি। এখানে না আসলে ছেলেমেয়ে নিয়ে খাবো কি? রেড জোনে ফের হকারদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, তারা দখলে নিলে আমরা আগামীকাল আবার উচ্ছেদ অভিযান করবো। সিটি করপোরেশন রেড জোন হকারমুক্ত রাখার ব্যাপারে কঠোর হবে।
্উল্লেখ্য, ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পথচারীদের চলাচলের জায়গা হকারদের দখলমুক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। সড়কগুলোকে গুরুত্ব অনুসারে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে গুলিস্তান, বঙ্গভবন, সচিবালয় ও মেয়র হানিফ উড়াল সেতু এলাকাকে লাল চিহ্নিত জোন ঘোষণা করে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।