ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

২৪ ঘণ্টায় ৫ করোনা রোগীর মৃত্যু, শনাক্তের হার ১৫.২৮

  • আপডেট সময় : ০২:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বাড়লে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বুলেটিনে জানান হয়, এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন এই সংখ্যা ছিল ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ শতাংশে; আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় ৪৪৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন। গত একদিনে যে ৪৮০ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের ৩৯৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে রংপুর বাদে দেশের সবকটি বিভাগের ১৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২৪ ঘণ্টায় ৫ করোনা রোগীর মৃত্যু, শনাক্তের হার ১৫.২৮

আপডেট সময় : ০২:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বাড়লে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বুলেটিনে জানান হয়, এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন এই সংখ্যা ছিল ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ শতাংশে; আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় ৪৪৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন। গত একদিনে যে ৪৮০ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের ৩৯৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে রংপুর বাদে দেশের সবকটি বিভাগের ১৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ।