আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সর্ব-দক্ষিণের কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় দফা হামলা। অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি বৃহস্পতিবার দিনের প্রথম দিকে হামলা চালায়। একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালানো হয়।
জনপ্রিয় সংবাদ