ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

২২ পরোয়ানার আসামি ‘প্রতারক’ দম্পতি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৮:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমবায় ও আবাসন ব্যবসায় প্রতারণার মাধ্যমে ‘কোটি কোটি টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার কলাবাগান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- এইচএনএম সফিকুর রহমান (৫৯) এবং তার স্ত্রী কাজী সামছুল নাহার মিনা (৫৪)।
গতকাল শুক্রবার প্রথম প্রহরে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফিকুর ও তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন থানার মোট ২২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সফিকুর রহমান ২০০২ সালে ‘আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতি চালু করেন। তিনি নিজে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। পরিবারের অন্য সদস্যদের তিনি বিভিন্ন পদ দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সমবায় চালু করে তিনি লোকজনের কাছ থেকে ‘হাজার হাজার কোটি টাকা’ সংগ্রহ করেন এবং ‘প্রতারণার মাধ্যমে তা হাতিয়ে নিয়ে’ আইসিএল রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান খুলে আবাসন ব্যবসা শুরু করেন।
‘রিয়েল এস্টেট ব্যবসাতেও তিনি মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।’ পরে ভুক্তভোগীরা থানায় এবং আদালতে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করতে শুরু করে। তখন সফিকুর ও তার স্ত্রী আত্মগোপনে চলে যান বলে র‌্যাবের ভাষ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এর মধ্যে কোনো কোনো মামলায় আদালতে তাদের সাজার রায় হয়েছে। তাদের নামে ২২টি ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রতি দুই তিন মাস অন্তর তারা বাসা পাল্টানোর পাশাপাশি ক্রমাগত মোবাইল নম্বর পরিবর্তন করছিলেন।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই অভিযোগের ‘সত্যতা স্বীকার করেছেন’ দাবি করে র‌্যাব বলেছে, গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২২ পরোয়ানার আসামি ‘প্রতারক’ দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : সমবায় ও আবাসন ব্যবসায় প্রতারণার মাধ্যমে ‘কোটি কোটি টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার কলাবাগান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- এইচএনএম সফিকুর রহমান (৫৯) এবং তার স্ত্রী কাজী সামছুল নাহার মিনা (৫৪)।
গতকাল শুক্রবার প্রথম প্রহরে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফিকুর ও তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন থানার মোট ২২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সফিকুর রহমান ২০০২ সালে ‘আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতি চালু করেন। তিনি নিজে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। পরিবারের অন্য সদস্যদের তিনি বিভিন্ন পদ দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সমবায় চালু করে তিনি লোকজনের কাছ থেকে ‘হাজার হাজার কোটি টাকা’ সংগ্রহ করেন এবং ‘প্রতারণার মাধ্যমে তা হাতিয়ে নিয়ে’ আইসিএল রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান খুলে আবাসন ব্যবসা শুরু করেন।
‘রিয়েল এস্টেট ব্যবসাতেও তিনি মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।’ পরে ভুক্তভোগীরা থানায় এবং আদালতে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করতে শুরু করে। তখন সফিকুর ও তার স্ত্রী আত্মগোপনে চলে যান বলে র‌্যাবের ভাষ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এর মধ্যে কোনো কোনো মামলায় আদালতে তাদের সাজার রায় হয়েছে। তাদের নামে ২২টি ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রতি দুই তিন মাস অন্তর তারা বাসা পাল্টানোর পাশাপাশি ক্রমাগত মোবাইল নম্বর পরিবর্তন করছিলেন।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই অভিযোগের ‘সত্যতা স্বীকার করেছেন’ দাবি করে র‌্যাব বলেছে, গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে।