ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

২২ ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

  • আপডেট সময় : ১১:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো ভারতীয় চ্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ওয়াকিবহাল মহল বলছে, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথম ভারত থেকে নিয়ন্ত্রিত কোনও ইউটিউব চ্যানেলকে বন্ধ করলো সরকার। শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার হ্যান্ডেল, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মির-সহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হতো। সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে ভারতবিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’
সরকার সূত্রে খবর, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হতো যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনও ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ। আসলে, সবই ভুয়া। এভাবেই অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতবিরোধী বিষয় ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে দিল্লি। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২২ ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

আপডেট সময় : ১১:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো ভারতীয় চ্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ওয়াকিবহাল মহল বলছে, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথম ভারত থেকে নিয়ন্ত্রিত কোনও ইউটিউব চ্যানেলকে বন্ধ করলো সরকার। শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার হ্যান্ডেল, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মির-সহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হতো। সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে ভারতবিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’
সরকার সূত্রে খবর, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হতো যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনও ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ। আসলে, সবই ভুয়া। এভাবেই অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতবিরোধী বিষয় ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে দিল্লি। সূত্র: আনন্দবাজার।