ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

২১ যাত্রীকে নিয়ে নদীতে পড়ল বাস, নিহত ৬

  • আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালক ছাড়া বাকি ৫ জন যাত্রী। আহত ১৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মেঘালয় রাজ্যের পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে রাজ্যটির নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবোঝাই একটি বাস পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে ভাসমান অবস্থায় চার যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জনের মৃতদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, রাতের অন্ধকারে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। আর এই কারণেই বাসটি নদীতে পড়ে যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২১ যাত্রীকে নিয়ে নদীতে পড়ল বাস, নিহত ৬

আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালক ছাড়া বাকি ৫ জন যাত্রী। আহত ১৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মেঘালয় রাজ্যের পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে রাজ্যটির নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবোঝাই একটি বাস পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে ভাসমান অবস্থায় চার যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জনের মৃতদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, রাতের অন্ধকারে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। আর এই কারণেই বাসটি নদীতে পড়ে যায়।