ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

২১ ফেব্রুয়ারি থেকে মোবাইলে বাংলায় এসএমএস

  • আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠাবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোবাইল মাধ্যমেও বাংলা প্রচলনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৬ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি থেকে মোবাইল অপারেটরগুলো তাদের সব তথ্য বাংলায় দেবে।’

জানা যায়, বিটিআরসির ২৫৫তম কমিশন বৈঠকে মোবাইল গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে করে সর্বস্তরের গ্রাহকদের কাছে মোবাইল ফোন অপারেটরের পাঠানো তথ্য সহজে বোধগম্য হবে। তবে অপারেটরগুলোর কারিগরি দিক বাস্তবায়নের জন্য ২০ ফেব্রুয়ারি (২০২২) পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ২১ তারিখ থেকে এটা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর বিটিআরসি থেকে দেশের মোবাইল ফোন অপারেটগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২১ ফেব্রুয়ারি থেকে মোবাইলে বাংলায় এসএমএস

আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠাবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোবাইল মাধ্যমেও বাংলা প্রচলনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৬ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি থেকে মোবাইল অপারেটরগুলো তাদের সব তথ্য বাংলায় দেবে।’

জানা যায়, বিটিআরসির ২৫৫তম কমিশন বৈঠকে মোবাইল গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে করে সর্বস্তরের গ্রাহকদের কাছে মোবাইল ফোন অপারেটরের পাঠানো তথ্য সহজে বোধগম্য হবে। তবে অপারেটরগুলোর কারিগরি দিক বাস্তবায়নের জন্য ২০ ফেব্রুয়ারি (২০২২) পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ২১ তারিখ থেকে এটা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর বিটিআরসি থেকে দেশের মোবাইল ফোন অপারেটগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।