বিনোদন প্রতিবেদক : ২১ আগস্ট নৃশংস গ্রেনেট হামলার দেড় যুগ পূর্ণ হলো রবিবার। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে চালানো ওই হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ দলটির ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। আহন হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন শতাধিক মানুষ। ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত ওই হামলা যারা চালিয়েছিল, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন খ্যাতিমান অভিনেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে হামলাকারীদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি। সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘ধিক্কার জানাই ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রশাসনের ছত্রছায়ায় যারা জঘন্য বোমা হামলা করেছিল। তাদের এক মাত্র লক্ষ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া। সেদিন মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে যান আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী।’ ২১ আগস্টের হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের স্মরণ করে সকলের আতœার শান্তি কামনাও করেন অভিনেত্রী। দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গণে দৃপ্ত পদচারণার পর রাজনীতিতে নাম লেখান সুবর্ণা মুস্তাফা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসন-৪ (৩০৪), ঢাকা-২২ থেকে সুবর্ণাকে মনোনয়ন ও চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।