প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো আইটেল। সম্প্রতি বাজারে এসেছে তাদের নতুন মডেল ‘আইটেল সুপার ২৬ আলট্রা’। যেখানে অত্যাধুনিক কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও এআই-ভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকা।
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা একদিকে দৃষ্টিনন্দন, অন্যদিকে ভিডিও দেখা বা গেম খেলার সময় ব্যবহারকারীদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। আল্ট্রা-স্লিম বেজেল ও থ্রি ডি কার্ভড গ্লাস ডিজাইন ফোনটির লুককে দিয়েছে আরো প্রিমিয়াম আভা।
আইটেল সুপার ২৬ আলট্রা চালিত হচ্ছে সর্বশেষ অক্টা-কোর প্রসেসর দ্বারা। যেখানে মাল্টিটাস্কিং বা হাই-গ্রাফিক্স গেম খেলাও হবে অনেক দ্রুত ও স্মুথ। সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম (১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফলে ফোনে ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংরক্ষণে কোনো সমস্যা হবে না।
ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, যার সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন অতুলনীয় ডিটেইলস সমৃদ্ধ ছবি। এছাড়া রয়েছে অল্ট্রা-ওয়াইড লেন্স ও ডেপথ সেন্সর, যা গ্রুপ ফটো, ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট ছবিকে করবে আরো নিখুঁত। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যাতে বিশেষ এআই বিউটিফিকেশন মোড যুক্ত করা হয়েছে।
ফোনটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে সারাদিন ব্যবহার করা সম্ভব। আর দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র কয়েক মিনিট চার্জেই পাওয়া যাবে দীর্ঘ ব্যাকআপ।
আইটেল সুপার ২৬ আলট্রার অন্যতম বিশেষত্ব হলো এর এআই ফিচারসমূহ। এর মধ্যে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ক্যামেরা এআই ফিল্টার এবং ব্যাটারি অপ্টিমাইজেশন সিস্টেম। নিরাপত্তার জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
সানা/আপ্র/২৬/০৯/২০২৫