ক্রীড়া ডেস্ক: স্পেন জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ালেন লুইস দে লা ফুয়েন্তে। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির ডাগআউটে থাকবেন এই স্প্যানিশ কোচ। দে ফুয়েন্তের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৬ বিশ্বকাপ দিয়ে। দুই বছর মেয়াদ বাড়ানোর কথা সোমবার জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর চাকরি হারানো লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন দে ফুয়েন্তে। এর আগে স্পেন অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০২২ টোকিও অলিম্পিকসের ফুটবলে রুপা জিতে স্পেন অনূর্ধ্ব-২৩ দল।
দে ফুয়েন্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে স্পেন। ২০২২-২৩ মৌসুমে তারা জেতে উয়েফা নেশন্স লিগের শিরোপা। গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয় অপরাজিত চ্যাম্পিয়ন।
শুধু শিরোপা জয়ই নয়, দে ফুয়েন্তের কোচিংয়ে খেলার ধরনও পাল্টে ফেলেছে স্পেন। বছরের পর বছর ধরে অধিকাংশ সময় বল দখলে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ঘায়েল করার ‘তিকি-তাকা’ কৌশল বদলে এখন তারা আরও বেশি গতিময়, প্রতিপক্ষের গোল-মুখে আরও বেশি ধারাল। নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে আগামী মার্চে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন।























