ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকায় বুলেট ট্রেন

  • আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বাংলাদেশে এখন মেট্রোরেল চলাচল করছে, পাতালরেলের কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে। প্রধানমন্ত্রী নিজে এই প্রতিশ্রুতি দিয়েছেন।’
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবালুর রহিম বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কোনও সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। অসুস্থ সাংবাদিকদের সহযোগিতার ব্যবস্থা হচ্ছে। কোনও সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেয়া হবে।’
তিনি বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, সাংবাদিকরা ইতোমধ্যেই স্মার্ট হয়ে গেছেন। সাংবাদিকরা এখন যেসব কাজ করছেন তা স্মার্ট বাংলাদেশের অংশ। দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন।’
‘পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।’ দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ১০ সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকায় বুলেট ট্রেন

আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বাংলাদেশে এখন মেট্রোরেল চলাচল করছে, পাতালরেলের কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে। প্রধানমন্ত্রী নিজে এই প্রতিশ্রুতি দিয়েছেন।’
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবালুর রহিম বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কোনও সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। অসুস্থ সাংবাদিকদের সহযোগিতার ব্যবস্থা হচ্ছে। কোনও সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেয়া হবে।’
তিনি বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, সাংবাদিকরা ইতোমধ্যেই স্মার্ট হয়ে গেছেন। সাংবাদিকরা এখন যেসব কাজ করছেন তা স্মার্ট বাংলাদেশের অংশ। দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন।’
‘পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।’ দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ১০ সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়।