ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

২০২৭ সালের মধ্যে ‘এআই পিন’ আনতে পারে অ্যাপল

  • আপডেট সময় : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন উদ্ভাবন আনছে আইফোন নির্মাতা অ্যাপল।

আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, নতুন এক গ্যাজেট তৈরির কাজ করছে অ্যাপল, যার প্রথমিক নাম ‘এআই পিন’। পরা যায় এ ডিভাইসটি দেখতে অনেকটা অ্যাপলের ‘এয়ারট্যাগ’-এর চেয়ে সামান্য পুরু হতে পারে। এতে একাধিক ক্যামেরা, একটি স্পিকার, মাইক্রোফোন ও তারহীন চার্জিং সুবিধা থাকবে।

এর আগে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’কে নতুন করে সাজাচ্ছে অ্যাপল, যেখানে চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো চ্যাটবটে রূপান্তরিত হবে সিরি।

এনগ্যাজেট লিখেছে, এসব দেখে মনে হচ্ছে জেনারেটিভ এআইয়ের এই বিশাল বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে অবশেষে সুনির্দিষ্ট এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যাপল। তবে এই ‘এআই পিন’-এর কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় প্রকল্পটি বাতিলও হয়ে যেতে পারে।

পিনটি দেখতে পাতলা, চ্যাপ্টা ও গোলাকার ডিস্ক বা চাকতির মতো হতে পারে, যার বাইরের অংশটি হবে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি। এতে থাকবে দুটি ক্যামেরা, একটি সাধারণ ও অন্যটি ওয়াইড-অ্যাঙ্গেলে, যা দিয়ে নিজের আশপাশের ছবি ও ভিডিও তুলতে পারবেন ব্যবহারকারী। এতে তিনটি মাইক্রোফোন, একটি স্পিকার ও এক পাশে একটি ফিজিক্যাল বাটন থাকবে। চার্জিংয়ের জন্য এতে অ্যাপল ওয়াচের মতো এক ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা থাকতে পারে। এনগ্যাজেট লিখেছে, ব্যবহারকারীদের প্রাইভেসি কঠোরভাবে মেনে চলার কোম্পানি হিসেবে সবসময়ই নিজেদের প্রচার করেছে অ্যাপল। ফলে কোম্পানিটি কীভাবে এ নতুন ডিভাইসটি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে তা এখন দেখার বিষয়। কারণ, পিনটি অনেকটা গোপনে ভিডিও বা শব্দ রেকর্ড করার যন্ত্রের মতোই মনে হয়। তবে এখানে আরেকটি বিষয়ও রয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে এখনও গ্রক অ্যাপটি রয়েছে, যা মানুষের ডিপফেইক ছবি তৈরি করে মারাত্মকভাবে প্রাইভেসি লঙ্ঘন করে চলেছে। অথচ অ্যাপলের নিজস্ব নিয়ম অনুসারে, এ ধরনের অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কথা।

‘এআই পিন’ ২০২৭ সালের মধ্যেই বাজারে আনতে পারে অ্যাপল। ডিভাইসটির জনপ্রিয়তার ব্যাপারে কোম্পানিটি বেশ আত্মবিশ্বাসী। বাজারে আসার শুরুতেই পিনের প্রায় দুই কোটি ইউনিট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

সানা/এসি/আপ্র/২৫/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০২৭ সালের মধ্যে ‘এআই পিন’ আনতে পারে অ্যাপল

আপডেট সময় : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন উদ্ভাবন আনছে আইফোন নির্মাতা অ্যাপল।

আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, নতুন এক গ্যাজেট তৈরির কাজ করছে অ্যাপল, যার প্রথমিক নাম ‘এআই পিন’। পরা যায় এ ডিভাইসটি দেখতে অনেকটা অ্যাপলের ‘এয়ারট্যাগ’-এর চেয়ে সামান্য পুরু হতে পারে। এতে একাধিক ক্যামেরা, একটি স্পিকার, মাইক্রোফোন ও তারহীন চার্জিং সুবিধা থাকবে।

এর আগে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’কে নতুন করে সাজাচ্ছে অ্যাপল, যেখানে চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো চ্যাটবটে রূপান্তরিত হবে সিরি।

এনগ্যাজেট লিখেছে, এসব দেখে মনে হচ্ছে জেনারেটিভ এআইয়ের এই বিশাল বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে অবশেষে সুনির্দিষ্ট এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যাপল। তবে এই ‘এআই পিন’-এর কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় প্রকল্পটি বাতিলও হয়ে যেতে পারে।

পিনটি দেখতে পাতলা, চ্যাপ্টা ও গোলাকার ডিস্ক বা চাকতির মতো হতে পারে, যার বাইরের অংশটি হবে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি। এতে থাকবে দুটি ক্যামেরা, একটি সাধারণ ও অন্যটি ওয়াইড-অ্যাঙ্গেলে, যা দিয়ে নিজের আশপাশের ছবি ও ভিডিও তুলতে পারবেন ব্যবহারকারী। এতে তিনটি মাইক্রোফোন, একটি স্পিকার ও এক পাশে একটি ফিজিক্যাল বাটন থাকবে। চার্জিংয়ের জন্য এতে অ্যাপল ওয়াচের মতো এক ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা থাকতে পারে। এনগ্যাজেট লিখেছে, ব্যবহারকারীদের প্রাইভেসি কঠোরভাবে মেনে চলার কোম্পানি হিসেবে সবসময়ই নিজেদের প্রচার করেছে অ্যাপল। ফলে কোম্পানিটি কীভাবে এ নতুন ডিভাইসটি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে তা এখন দেখার বিষয়। কারণ, পিনটি অনেকটা গোপনে ভিডিও বা শব্দ রেকর্ড করার যন্ত্রের মতোই মনে হয়। তবে এখানে আরেকটি বিষয়ও রয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে এখনও গ্রক অ্যাপটি রয়েছে, যা মানুষের ডিপফেইক ছবি তৈরি করে মারাত্মকভাবে প্রাইভেসি লঙ্ঘন করে চলেছে। অথচ অ্যাপলের নিজস্ব নিয়ম অনুসারে, এ ধরনের অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কথা।

‘এআই পিন’ ২০২৭ সালের মধ্যেই বাজারে আনতে পারে অ্যাপল। ডিভাইসটির জনপ্রিয়তার ব্যাপারে কোম্পানিটি বেশ আত্মবিশ্বাসী। বাজারে আসার শুরুতেই পিনের প্রায় দুই কোটি ইউনিট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

সানা/এসি/আপ্র/২৫/০১/২০২৬