ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

২০২৫ সালের মধ্যে সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে বেলজিয়াম

  • আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের মধ্যে দেশের সাতটি পরমাণু চুল্লির সবগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটির নতুন জোট সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে তারা।
সূত্র জানিয়েছে, ২২ ডিসেম্বর দীর্ঘ আলোচনার পর জোট সরকারের সব শরিক ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়। ২০০৩ সাল থেকেই ধীরে ধীরে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর জন্য আইন পাস করে বেলজিয়াম। গত বছরের অক্টোবর মাসে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা। কিন্তু এই ইস্যুতে জোট সরকারের মধ্যে দ্বিমত তৈরি হবেলজিয়ামের বর্তমান সরকার সাতটি দলের জোট। জোটের অন্যতম শরিক গ্রিন পার্টি। এই দল থেকে নির্বাচিত জ্বালানিমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পারমাণবিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধের বিপক্ষে। অবশেষে দীর্ঘ আলোচনায় জোট সরকারের সব শরিক শেষ পর্যন্ত ২০২৫ সালের মধ্যে পারমাণবিক চুল্লিগুলো বন্ধে একমত হলো। তবে সেই সঙ্গে নবায়নযোগ্য ও কার্বন নিরপেক্ষ জ্বালানি ব্যবহারের জন্য অর্থ বরাদ্দের পক্ষে মত দেওয়া হয়। পারমাণবিক চুল্লি বন্ধ করলেও নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে বেলজিয়াম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২০২৫ সালের মধ্যে সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে বেলজিয়াম

আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের মধ্যে দেশের সাতটি পরমাণু চুল্লির সবগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটির নতুন জোট সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে তারা।
সূত্র জানিয়েছে, ২২ ডিসেম্বর দীর্ঘ আলোচনার পর জোট সরকারের সব শরিক ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়। ২০০৩ সাল থেকেই ধীরে ধীরে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর জন্য আইন পাস করে বেলজিয়াম। গত বছরের অক্টোবর মাসে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা। কিন্তু এই ইস্যুতে জোট সরকারের মধ্যে দ্বিমত তৈরি হবেলজিয়ামের বর্তমান সরকার সাতটি দলের জোট। জোটের অন্যতম শরিক গ্রিন পার্টি। এই দল থেকে নির্বাচিত জ্বালানিমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পারমাণবিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধের বিপক্ষে। অবশেষে দীর্ঘ আলোচনায় জোট সরকারের সব শরিক শেষ পর্যন্ত ২০২৫ সালের মধ্যে পারমাণবিক চুল্লিগুলো বন্ধে একমত হলো। তবে সেই সঙ্গে নবায়নযোগ্য ও কার্বন নিরপেক্ষ জ্বালানি ব্যবহারের জন্য অর্থ বরাদ্দের পক্ষে মত দেওয়া হয়। পারমাণবিক চুল্লি বন্ধ করলেও নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে বেলজিয়াম।