ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

২০২৫ পর্যন্ত আফগানিস্তানের হেড কোচ ট্রট

  • আপডেট সময় : ০৬:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের হেড কোচ হিসেবে দারুণ সময় পার করছেন জোনাথন ট্রট। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির পারফরম্যান্সই বলে দিচ্ছে তা। তাই সাবেক এই ইংলিশ ব্যাটারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করল আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্ব ও সুপার এইটে তারা হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের ধারা বজায় রাখে তারা। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো কিছু করার লক্ষ্য তাদের। তাই এর গুরুদায়িত্বটা থাকছে ট্রটের ওপর।
২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন ট্রট। এরপর এক বছর বাড়ানো হয় তার মেয়াদ। ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে খেলে ১৪ ও ৪৪ টি-টোয়েন্টি খেলে ২০ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। তবে এই সফরে কেবল ওয়ানডে সিরিজেই দলের সঙ্গে থাকবেন ট্রট। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তার দায়িত্ব সামলাবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৫ পর্যন্ত আফগানিস্তানের হেড কোচ ট্রট

আপডেট সময় : ০৬:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের হেড কোচ হিসেবে দারুণ সময় পার করছেন জোনাথন ট্রট। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির পারফরম্যান্সই বলে দিচ্ছে তা। তাই সাবেক এই ইংলিশ ব্যাটারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করল আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্ব ও সুপার এইটে তারা হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের ধারা বজায় রাখে তারা। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো কিছু করার লক্ষ্য তাদের। তাই এর গুরুদায়িত্বটা থাকছে ট্রটের ওপর।
২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন ট্রট। এরপর এক বছর বাড়ানো হয় তার মেয়াদ। ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে খেলে ১৪ ও ৪৪ টি-টোয়েন্টি খেলে ২০ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। তবে এই সফরে কেবল ওয়ানডে সিরিজেই দলের সঙ্গে থাকবেন ট্রট। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তার দায়িত্ব সামলাবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল।