ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

২০২৪-কে ভালোবাসার বছর ঘোষণা করে ‘চিরকুট’র গান

  • আপডেট সময় : ০১:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পৃথিবী জুড়ে নানা বৈষম্য, যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। এর মধ্যেও শিল্পমনা মানুষের প্রত্যাশা সুন্দরের, শান্তির। বিচ্ছিন্নতার কাঁটাতার পেরিয়ে মানুষ ভালোবাসায় বাঁচুক। এই ভাবনা থেকেই সদ্য শুরু হওয়া ২০২৪-কে ভালোবাসার বছর হিসেবে ঘোষণা করলো দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। না, অহেতুক ঘোষণা নয়; ভালোবাসার গান দিয়েই এই বার্তা ছড়িয়ে দিয়েছেন শারমিন সুলতানা সুমি ও তার সতীর্থরা। সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন প্রকাশ্যে এসেছে তাদের নতুন গান ‘তুমি এমন কেন করো’। ছোট পরিসরের আয়োজনে ধারণ করা একটি ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে ব্যান্ডটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
‘তুমি এমন কেন করো, আমি কেমন যেন জেনেও রোজ আদর করে গড়ো’-এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন ‘চিরকুট’ প্রধান শারমিন সুলতানা সুমি। গানের মিক্স ও মাস্টারিং করেছেন তাওকীর তাজাম্মুল। নতুন এই গান নিয়ে সুমির ছোট্ট বার্তা, ‘সকল বিচ্ছিন্নতার বিপরীতে এই বছরকে আমরা ভালেবাসার বছর ঘোষণা করলাম। পথিবীজুড়ে ভালেবাসা দীর্ঘজীবি হোক। আমাদের প্রেম জীবন জোয়ারের জ্বলোচ্ছ্বাস হোক।’ নগরের এক ছাদ বারান্দায় ধারণ করা হয়েছে গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন ‘চিরকুট’ সদস্যরাই। ভিডিওর চিত্রায়নে ছিলেন আরাফাত, রাফিন ও শাহীন। সম্পাদনার কাজটি করেছেন সাব্বির আহমেদ। উল্লেখ্য, পথচলার ২২ বছর পার করেছে ‘চিরকুট’। এই লম্বা সময়ে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। এখনও নিয়মিত নতুন গান প্রকাশ করেন তারা। লাইভ কনসার্টের ব্যস্ততা পেরিয়ে মৌলিক গানেই যেন নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে চলেছেন সুমি, পাভেল, জাহিদ নিরবেরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০২৪-কে ভালোবাসার বছর ঘোষণা করে ‘চিরকুট’র গান

আপডেট সময় : ০১:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: পৃথিবী জুড়ে নানা বৈষম্য, যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। এর মধ্যেও শিল্পমনা মানুষের প্রত্যাশা সুন্দরের, শান্তির। বিচ্ছিন্নতার কাঁটাতার পেরিয়ে মানুষ ভালোবাসায় বাঁচুক। এই ভাবনা থেকেই সদ্য শুরু হওয়া ২০২৪-কে ভালোবাসার বছর হিসেবে ঘোষণা করলো দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। না, অহেতুক ঘোষণা নয়; ভালোবাসার গান দিয়েই এই বার্তা ছড়িয়ে দিয়েছেন শারমিন সুলতানা সুমি ও তার সতীর্থরা। সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন প্রকাশ্যে এসেছে তাদের নতুন গান ‘তুমি এমন কেন করো’। ছোট পরিসরের আয়োজনে ধারণ করা একটি ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে ব্যান্ডটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
‘তুমি এমন কেন করো, আমি কেমন যেন জেনেও রোজ আদর করে গড়ো’-এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন ‘চিরকুট’ প্রধান শারমিন সুলতানা সুমি। গানের মিক্স ও মাস্টারিং করেছেন তাওকীর তাজাম্মুল। নতুন এই গান নিয়ে সুমির ছোট্ট বার্তা, ‘সকল বিচ্ছিন্নতার বিপরীতে এই বছরকে আমরা ভালেবাসার বছর ঘোষণা করলাম। পথিবীজুড়ে ভালেবাসা দীর্ঘজীবি হোক। আমাদের প্রেম জীবন জোয়ারের জ্বলোচ্ছ্বাস হোক।’ নগরের এক ছাদ বারান্দায় ধারণ করা হয়েছে গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন ‘চিরকুট’ সদস্যরাই। ভিডিওর চিত্রায়নে ছিলেন আরাফাত, রাফিন ও শাহীন। সম্পাদনার কাজটি করেছেন সাব্বির আহমেদ। উল্লেখ্য, পথচলার ২২ বছর পার করেছে ‘চিরকুট’। এই লম্বা সময়ে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। এখনও নিয়মিত নতুন গান প্রকাশ করেন তারা। লাইভ কনসার্টের ব্যস্ততা পেরিয়ে মৌলিক গানেই যেন নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে চলেছেন সুমি, পাভেল, জাহিদ নিরবেরা।