ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০২২ সালে ভালো কিছু আসছে: মেসি

  • আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে প্রায় দুই দশকের ক্লাব বার্সেলোনা ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। তার এই দলবদল হতবাক করেছিল পুরো বিশ্বকে। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে এসে সুবিধা করতে পারেননি। মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে ছিটকে যেতে হয়েছে নকআউটেই। যদিও প্রথম লিগ ওয়ান ট্রফি জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু হতাশাজনক এক মৌসুম যে কাটালেন, সেটা অস্বীকার করতে দ্বিধা নেই তার। তবে পিএসজি ভক্তদের উদ্দেশ্যে ইতিবাচক বক্তব্য রাখলেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ন্যু ক্যাম্প থেকে পার্ক দে প্রিন্সেসে এসে এই মৌসুমে মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১ গোল। পারফরম্যান্স মুগ্ধ করার মতো না করলেও সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সোশ্যাল মিডিয়ায় মেসি বলেছেন, ‘মৌসুম শেষ এবং আমি এখানে আসার পর থেকে তারা যেভাবে আচরণ করেছে আমার সঙ্গে সেজন্য সতীর্থদের ধন্যবাদ দিতে চাই এবং আমার পরিবার সবসময় আমার পাশে থেকে সমর্থন দেওয়ার জন্যও ধন্যবাদ জানাই।’ প্যারিসে প্রথম মৌসুম নিয়ে মেসির মূল্যায়ন, ‘এটা ছিল ভিন্ন একটি বছর কারণ সবকিছু যেভাবে ঘটেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই একটি শিরোপা জিতলাম, আমি এটি অর্জনে খুব রোমাঞ্চিত ছিলাম কারণ এটা প্যারিসে আমার প্রথম ট্রফি ছিল।’
তিনি আরো বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে হারের তিক্ত স্বাদ আমরা পেয়েছি। আমরা ভালো দল হিসেবেই অংশ নিয়েছিলাম এবং একই সঙ্গে আমি চেয়েছিলাম আরেকটি ট্রফি জয়ের আনন্দ পেতে যেটা ছিল আমাদের অন্যতম লক্ষ্য। নিশ্চিতভাবে ২০২২ সালে ভালো কিছু আসছে। এটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বছর এবং সবকিছু অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়তে যাচ্ছি। আবার দেখা হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

২০২২ সালে ভালো কিছু আসছে: মেসি

আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে প্রায় দুই দশকের ক্লাব বার্সেলোনা ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। তার এই দলবদল হতবাক করেছিল পুরো বিশ্বকে। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে এসে সুবিধা করতে পারেননি। মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে ছিটকে যেতে হয়েছে নকআউটেই। যদিও প্রথম লিগ ওয়ান ট্রফি জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু হতাশাজনক এক মৌসুম যে কাটালেন, সেটা অস্বীকার করতে দ্বিধা নেই তার। তবে পিএসজি ভক্তদের উদ্দেশ্যে ইতিবাচক বক্তব্য রাখলেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ন্যু ক্যাম্প থেকে পার্ক দে প্রিন্সেসে এসে এই মৌসুমে মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১ গোল। পারফরম্যান্স মুগ্ধ করার মতো না করলেও সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সোশ্যাল মিডিয়ায় মেসি বলেছেন, ‘মৌসুম শেষ এবং আমি এখানে আসার পর থেকে তারা যেভাবে আচরণ করেছে আমার সঙ্গে সেজন্য সতীর্থদের ধন্যবাদ দিতে চাই এবং আমার পরিবার সবসময় আমার পাশে থেকে সমর্থন দেওয়ার জন্যও ধন্যবাদ জানাই।’ প্যারিসে প্রথম মৌসুম নিয়ে মেসির মূল্যায়ন, ‘এটা ছিল ভিন্ন একটি বছর কারণ সবকিছু যেভাবে ঘটেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই একটি শিরোপা জিতলাম, আমি এটি অর্জনে খুব রোমাঞ্চিত ছিলাম কারণ এটা প্যারিসে আমার প্রথম ট্রফি ছিল।’
তিনি আরো বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে হারের তিক্ত স্বাদ আমরা পেয়েছি। আমরা ভালো দল হিসেবেই অংশ নিয়েছিলাম এবং একই সঙ্গে আমি চেয়েছিলাম আরেকটি ট্রফি জয়ের আনন্দ পেতে যেটা ছিল আমাদের অন্যতম লক্ষ্য। নিশ্চিতভাবে ২০২২ সালে ভালো কিছু আসছে। এটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বছর এবং সবকিছু অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়তে যাচ্ছি। আবার দেখা হবে।’