প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো এক লাখ ২১ হাজার ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা বিটকয়েন, যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম। সোমবার (১৪ জুলাই) এই নতুন রেকর্ড গড়েছে এই ক্রিপ্টোমুদ্রা, যা বড় এক মাইলফলক। বিনিয়োগকারীরা আশা করছেন, এ সপ্তাহে সরকার থেকে ভালো কিছু সিদ্ধান্ত আসতে পারে যাতে এ শিল্পের জন্য উপকার হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এশিয়ান বাজারে সোমবার বিটকয়েন রেকর্ড এক লাখ ২১ হাজার দুইশো সাত ডলারে পৌঁছায়। পরে দাম কিছুটা কমে গিয়ে শেষ লেনদেনে এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ১৫ ডলারে। রয়টার্স লিখেছে, সোমবার থেকে ক্রিপ্টো শিল্পের জন্য একাধিক বিল নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ। এতে ক্রিপ্টো শিল্পের জন্য নিয়মকানুনের সুনির্দিষ্ট এক কাঠামো তৈরির উদ্যোগ থাকবে, যেটি অনেক দিন ধরে বিনিয়োগকারীদের দাবি।
এসব দাবি গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও। তিনি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন এবং নীতিনির্ধারকদের আহ্বান জানিয়েছেন যেন তারা এই শিল্পের পক্ষে নিয়মকানুন নতুন করে গঠন করেন।
‘আইজি’ মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেছেন, এখন বিটকয়েন বেশ কয়েকটি ইতিবাচক প্রভাবের সুবিধা নিচ্ছে। তিনি আরও বলেন, বিটকয়েনের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, ক্রিপ্টোর প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় আকারে আগ্রহ, ভবিষ্যতে আরও দাম বাড়ার প্রত্যাশা ও প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন। গত ছয়-সাত দিনে বিটকয়েনের দাম খুবই দ্রুত বেড়েছে। এখন এর দাম কোথায় গিয়ে থামবে, সেটি বলা কঠিন। তবে মনে হচ্ছে খুব সহজেই এক লাখ ২৫ হাজার ডলারে পৌঁছে যেতে পারে বিটকয়েনের দাম। এর আগে, গত সপ্তাহে এক লাখ ১২ হাজার ডলারে পৌঁছেছিল বিটকয়েন। বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত চাহিদার কারণে ক্রিপ্টোমুদ্রাটির মূল্য বেড়েই চলেছে, যেখানে অর্থবাজারের বড় খেলোয়াড়রাও এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।