ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ মাসে করোনা পরিস্থিতির বড় কোনও পরিবর্তন হয়নি

  • আপডেট সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত এক মাসে করোনা পরিস্থিতির বড় কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
দেশে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত এক হাজার ৬৮৩ জন মারা গেছেন, গত সাত দিনের মধ্যে গত (৭ আগস্ট) কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। গত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখেছি, সেটি প্রায় কাছাকাছি অবস্থানে আছে। খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম।
প্রসঙ্গত, গতকাল ৮ আগস্ট দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৭তম মাস। গত বছরের ৮ মার্চে স্বাস্থ্য অধিদফতর প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানায়। বিগত ১৭ মাসের মধ্যে দেশে করোনাতে শনাক্ত রোগী ও করোনাতে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যায় সবচেয়ে ভয়ংকর মাস গিয়েছে গত জুলাই থেকে চলতি মাসের এই সময় পর্যন্ত। এই মাসে সাড়ে তিন লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যেই দেশে করোনাতে রোগী শনাক্ত ও মৃত্যুর একের পর এক রেকর্ড হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতর ২৬১ জনের মৃত্যুর কথা জানিয়েছে, যা কিনা দেশে এই ১৭ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৫ আগস্ট এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু কথা জানিয়েছিল অধিদফতর। আর সরকারি হিসেবে টানা ১৪ দিন ধরে প্রতিদিন ২০০ এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনাতে আক্রান্ত হয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ মাসে করোনা পরিস্থিতির বড় কোনও পরিবর্তন হয়নি

আপডেট সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত এক মাসে করোনা পরিস্থিতির বড় কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
দেশে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত এক হাজার ৬৮৩ জন মারা গেছেন, গত সাত দিনের মধ্যে গত (৭ আগস্ট) কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। গত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখেছি, সেটি প্রায় কাছাকাছি অবস্থানে আছে। খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম।
প্রসঙ্গত, গতকাল ৮ আগস্ট দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৭তম মাস। গত বছরের ৮ মার্চে স্বাস্থ্য অধিদফতর প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানায়। বিগত ১৭ মাসের মধ্যে দেশে করোনাতে শনাক্ত রোগী ও করোনাতে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যায় সবচেয়ে ভয়ংকর মাস গিয়েছে গত জুলাই থেকে চলতি মাসের এই সময় পর্যন্ত। এই মাসে সাড়ে তিন লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যেই দেশে করোনাতে রোগী শনাক্ত ও মৃত্যুর একের পর এক রেকর্ড হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতর ২৬১ জনের মৃত্যুর কথা জানিয়েছে, যা কিনা দেশে এই ১৭ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৫ আগস্ট এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু কথা জানিয়েছিল অধিদফতর। আর সরকারি হিসেবে টানা ১৪ দিন ধরে প্রতিদিন ২০০ এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনাতে আক্রান্ত হয়ে।