ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

১৯ মাস পর করোনায় একদিনে এক মৃত্যু

  • আপডেট সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২৪ মার্চ আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। এরপর ১ এপ্রিল এবং ৫ এপ্রিল একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরের ৫ এপ্রিলের পর থেকে গত ১৯ মাসে করোনায় একদিনে একজনের মৃত্যুর খবর আর আসেনি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৮৯১ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭২টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ০২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ। মৃত ব্যক্তি পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। সরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১৯ মাস পর করোনায় একদিনে এক মৃত্যু

আপডেট সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২৪ মার্চ আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। এরপর ১ এপ্রিল এবং ৫ এপ্রিল একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরের ৫ এপ্রিলের পর থেকে গত ১৯ মাসে করোনায় একদিনে একজনের মৃত্যুর খবর আর আসেনি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৮৯১ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭২টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ০২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ। মৃত ব্যক্তি পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। সরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।