নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে সরকার।
৩৫ বছর হলেই টিকার নিবন্ধনের সুযোগ মিলবে: স্বাস্থ্য অধিদপ্তর
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “টিকা পাওয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ এসেছে। আমরা চিন্তা করছি এটা কমিয়ে আনার।”
আগে এই বয়স সীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়।
অর্থাৎ, যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। তবে বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
১৮ বছর হলেই টিকার নিবন্ধনের সুযোগ দেওয়ার ‘ভাবনা’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ