ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

১৮ জুলাই ওটিটিতে আসছে ‘কলকাতা ডায়েরিজ’

  • আপডেট সময় : ১০:৩৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’। এটি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনায় রাশেদ রাহা। ‘কলকাতা ডায়েরিজ’-এ অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। আরও আছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ প্রমুখ। জানা যায়, ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কলকাতার নিউটাউন, রাজারহাট অঞ্চলে। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় আছেন কাজী জাফরিন মুন। সংগীত পরিচালনায় এহসান রাহী। গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করেন দর্শনা। বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন)। জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবুও অতীত তার পিছু ছাড়ে না। শুরু হয় নতুন গল্প।
শ্রীলেখা মিত্র-এর বক্তব্য, ‘কলকাতা ডায়েরিজে আমার নাম অনামিকা। আমি এখানে শর্মির (দর্শনা বণিক) বস। কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরেনার মধ্যে রয়েছি, ফলে খুব ক্লোজ সম্পর্ক আমার শর্মির সাথে। দুই বোনের মতো। বড় দিদির মতো একটু শাসনও করি। সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়। আমরা একসাথে পার্টিও করি। শর্মি তার বন্ধু পিকে-কে ইন্ট্রোডিউস করে। সুতরাং আমাদের সঙ্গে সে-ও থাকে। আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ দর্শনা বণিক-এর বক্তব্য ‘এই ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে আলাদা। তার কারণ, আমি প্রথমবার রাশেদ রাহা, শ্রীলেখা মিত্র এবং সিফাত আমিনের সাথে কাজ করেছি। গল্পটা বাংলাদেশে লেখা হয়েছে। কিন্তু পুরো শুটিংটা হয়েছে কলকাতায়। এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। কলকাতা ডায়েরিজ মূলত বন্ধুত্বের গল্প, সম্পর্কের গল্প। আজকের দিনের শহরের একটা গল্প। আমার চরিত্রটি (শর্মি) আজকের দিনের সঙ্গে খুব রেলিভেন্ট। আমি যে চরিত্রটা প্লে করেছি, সে রকম চরিত্র প্রচুর আছে আমাদের আশপাশে। গল্পটির সঙ্গে দর্শক রিলেট করতে পারবেন।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৮ জুলাই ওটিটিতে আসছে ‘কলকাতা ডায়েরিজ’

আপডেট সময় : ১০:৩৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক: ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’। এটি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনায় রাশেদ রাহা। ‘কলকাতা ডায়েরিজ’-এ অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। আরও আছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ প্রমুখ। জানা যায়, ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কলকাতার নিউটাউন, রাজারহাট অঞ্চলে। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় আছেন কাজী জাফরিন মুন। সংগীত পরিচালনায় এহসান রাহী। গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করেন দর্শনা। বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন)। জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবুও অতীত তার পিছু ছাড়ে না। শুরু হয় নতুন গল্প।
শ্রীলেখা মিত্র-এর বক্তব্য, ‘কলকাতা ডায়েরিজে আমার নাম অনামিকা। আমি এখানে শর্মির (দর্শনা বণিক) বস। কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরেনার মধ্যে রয়েছি, ফলে খুব ক্লোজ সম্পর্ক আমার শর্মির সাথে। দুই বোনের মতো। বড় দিদির মতো একটু শাসনও করি। সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়। আমরা একসাথে পার্টিও করি। শর্মি তার বন্ধু পিকে-কে ইন্ট্রোডিউস করে। সুতরাং আমাদের সঙ্গে সে-ও থাকে। আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ দর্শনা বণিক-এর বক্তব্য ‘এই ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে আলাদা। তার কারণ, আমি প্রথমবার রাশেদ রাহা, শ্রীলেখা মিত্র এবং সিফাত আমিনের সাথে কাজ করেছি। গল্পটা বাংলাদেশে লেখা হয়েছে। কিন্তু পুরো শুটিংটা হয়েছে কলকাতায়। এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। কলকাতা ডায়েরিজ মূলত বন্ধুত্বের গল্প, সম্পর্কের গল্প। আজকের দিনের শহরের একটা গল্প। আমার চরিত্রটি (শর্মি) আজকের দিনের সঙ্গে খুব রেলিভেন্ট। আমি যে চরিত্রটা প্লে করেছি, সে রকম চরিত্র প্রচুর আছে আমাদের আশপাশে। গল্পটির সঙ্গে দর্শক রিলেট করতে পারবেন।’