ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

১৮০০ টাকার চার্জার ফ্যান ৪ হাজার

  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত গরম ও নিয়মিত লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। তবে নির্ধারিত দামের থেকে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়েও তা পাওয়া যাচ্ছে না। বুধবার (২০ জুলাই) জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ভোক্তারা অভিযোগ করে বলেন, বাজারে চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম সংকট দেখিয়ে দোকানদাররা অতিরিক্ত দাম চাইছেন। চার্জার ফ্যান কিনতে আসা রবিউল আহসান নামে একজন বলেন, ‘যে ফ্যান আগে ১৮০০ টাকায় কিনেছি, তা আজ ৪ হাজার টাকায় নিতে হলো। সারাদিনে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উপায় না দেখে বেশি দামেই কিনতে হলো।’ তানভীর হাসান নামে আরেক ক্রেতা বলেন, ‘বেশিরভাগ দোকানে চার্জার ফ্যান নেই। এই সুযোগে বাকি দোকানদাররা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। এটা সম্পূর্ণ অন্যায়।’ এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজারে মালের সংকট থাকায় অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। ঠাকুরগাঁও ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী রাহি বলেন,‘বাজারে হঠাৎ চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। তাই সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানিরা এই সুযোগে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন।’ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদি বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে অভিযান পরিচালনা শুরু করেছি। শিগগিরই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

১৮০০ টাকার চার্জার ফ্যান ৪ হাজার

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত গরম ও নিয়মিত লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। তবে নির্ধারিত দামের থেকে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়েও তা পাওয়া যাচ্ছে না। বুধবার (২০ জুলাই) জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ভোক্তারা অভিযোগ করে বলেন, বাজারে চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম সংকট দেখিয়ে দোকানদাররা অতিরিক্ত দাম চাইছেন। চার্জার ফ্যান কিনতে আসা রবিউল আহসান নামে একজন বলেন, ‘যে ফ্যান আগে ১৮০০ টাকায় কিনেছি, তা আজ ৪ হাজার টাকায় নিতে হলো। সারাদিনে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উপায় না দেখে বেশি দামেই কিনতে হলো।’ তানভীর হাসান নামে আরেক ক্রেতা বলেন, ‘বেশিরভাগ দোকানে চার্জার ফ্যান নেই। এই সুযোগে বাকি দোকানদাররা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। এটা সম্পূর্ণ অন্যায়।’ এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজারে মালের সংকট থাকায় অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। ঠাকুরগাঁও ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী রাহি বলেন,‘বাজারে হঠাৎ চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। তাই সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানিরা এই সুযোগে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন।’ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদি বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে অভিযান পরিচালনা শুরু করেছি। শিগগিরই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।’