ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

১৮তলা থেকে পড়েও বেঁচে গেল ৩ বছরের শিশু!

  • আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহীত

প্রত্যাশা ডেস্ক: সুউচ্চ ভবনের ১৮তলা থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে তিন বছর বয়সি এক শিশু। দক্ষিণ পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝো শহরে ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন শিশুটিকে তার দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে যাওয়া হয়েছিল। শিশুটি ঘুমিয়ে পড়ার পর দাদা-দাদি অল্প সময়ের জন্য ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে কিছু কিনতে যান। তবে তারা ফেরার আগেই কিন্তু শিশুটি জেগে বাথরুমে যায়। সেখানে টয়লেটের ওপর উঠে নিরাপত্তা বেষ্টনি ছাড়া একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, শিশুটি প্রথমে একটি গাছের ওপর পড়ে। এতে করে সে অলৌকিকভাবে বেঁচে যায়। এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে তা কর্তৃপক্ষকে জানায়। পরে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারেন।

শিশুটির বাবা ঝো বলেন, ভিডিও দেখে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে, আমার ছেলে ১৮তলা থেকে পড়ে গেছে। সম্ভবত পড়ার সময় সে ১৭তলার একটি খোলা জানালায় বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে তার পড়ার গতিপথে কিছুটা বিচ্যুতি হয়।

শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে একটি গাছের ডালে আটকে যায় এবং এরপর মাটির ওপর একটি ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। সরাসরি কংক্রিটে না পড়ায় প্রাণে বেঁচে যায় সে।

প্রতিবেদনে বলা হয়, ১৮তলা থেকে পড়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার বেঁচে যাওয়াকে একটি অলৌকিক ঘটনা বলে অভিহিত করেন। তবে শিশুটির বাঁ হাত ভেঙে গেছে, মেরুদণ্ডেও আঘাত পেয়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে তার মাথায় কোনও আঘাত লাগেনি।

জানা গেছে, কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে শিশুটির বাবা সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন। এটি চীনে সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮তলা থেকে পড়েও বেঁচে গেল ৩ বছরের শিশু!

আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: সুউচ্চ ভবনের ১৮তলা থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে তিন বছর বয়সি এক শিশু। দক্ষিণ পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝো শহরে ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন শিশুটিকে তার দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে যাওয়া হয়েছিল। শিশুটি ঘুমিয়ে পড়ার পর দাদা-দাদি অল্প সময়ের জন্য ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে কিছু কিনতে যান। তবে তারা ফেরার আগেই কিন্তু শিশুটি জেগে বাথরুমে যায়। সেখানে টয়লেটের ওপর উঠে নিরাপত্তা বেষ্টনি ছাড়া একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, শিশুটি প্রথমে একটি গাছের ওপর পড়ে। এতে করে সে অলৌকিকভাবে বেঁচে যায়। এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে তা কর্তৃপক্ষকে জানায়। পরে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারেন।

শিশুটির বাবা ঝো বলেন, ভিডিও দেখে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে, আমার ছেলে ১৮তলা থেকে পড়ে গেছে। সম্ভবত পড়ার সময় সে ১৭তলার একটি খোলা জানালায় বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে তার পড়ার গতিপথে কিছুটা বিচ্যুতি হয়।

শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে একটি গাছের ডালে আটকে যায় এবং এরপর মাটির ওপর একটি ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। সরাসরি কংক্রিটে না পড়ায় প্রাণে বেঁচে যায় সে।

প্রতিবেদনে বলা হয়, ১৮তলা থেকে পড়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার বেঁচে যাওয়াকে একটি অলৌকিক ঘটনা বলে অভিহিত করেন। তবে শিশুটির বাঁ হাত ভেঙে গেছে, মেরুদণ্ডেও আঘাত পেয়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে তার মাথায় কোনও আঘাত লাগেনি।

জানা গেছে, কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে শিশুটির বাবা সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন। এটি চীনে সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এসি/