ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

১৬ রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন সোনু

  • আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্তদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। আর এবার ভারতে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন তিনি। এ অভিনেতা জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা। সোনু আরও জানিয়েছেন, প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালগুলির নিকটেই অক্সিজেন প্ল্যান্টগুলি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলিকে আর অক্সিজেন সংকটের মুখে পড়তে না হয়। সোনু বলেন, বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা দিচ্ছে। কিন্তু অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে তা স্থায়ীভাবে সমস্যার সমাধান করবে। এমনকী অতিমারি শেষ হয়ে গেলেও অক্সিজেন প্ল্যান্টের সুবিধা মিলবে। অতিমারির শুরু থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এখনও নিরলসভাবে কাজ করে চলেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৬ রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন সোনু

আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্তদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। আর এবার ভারতে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন তিনি। এ অভিনেতা জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা। সোনু আরও জানিয়েছেন, প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালগুলির নিকটেই অক্সিজেন প্ল্যান্টগুলি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলিকে আর অক্সিজেন সংকটের মুখে পড়তে না হয়। সোনু বলেন, বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা দিচ্ছে। কিন্তু অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে তা স্থায়ীভাবে সমস্যার সমাধান করবে। এমনকী অতিমারি শেষ হয়ে গেলেও অক্সিজেন প্ল্যান্টের সুবিধা মিলবে। অতিমারির শুরু থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এখনও নিরলসভাবে কাজ করে চলেছেন।