ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

১৬ বছর হলেই বিয়ে করতে পারে মুসলিম মেয়েরা:পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট

  • আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ বছর বয়স হলেই কোনো মুসলমান মেয়ে তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন। সোমবার (২০ জুন) একটি মামলার এমন রায় দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত জানিয়েছেন, ১৬ বছরের বেশি বয়সি কোনো মুসলমান মেয়ে তার পছন্দের ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতেই পারেন। সম্প্রতি, পাঠানকোটে ২১ বছরের এক যুবক ও ১৬ বছরের একটি মেয়ে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু পরিবার তাদের আলাদা করতে চাইছে, এই অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। সোমবার সেই মামলার শুনানি হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। বিচারপতি যশজিৎ সিংহ বেদী বলেন, ‘আবেদনকারীরা (দম্পতি) শুধু মাত্র তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন বলে ভারতীয় সংবিধান বর্ণিত মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না।’এরপর বিচারপতি বেদী শরিয়ত আইন উল্লেখ করে বলেন, একজন মুসলমান মেয়ের বিয়ে ‘মুসলমান ব্যক্তিগত আইন’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিচারপতি জানান, স্যর দিনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপলস্ অব মহামেডান ল’ বইয়ের ১৯৫ অনুচ্ছেদ অনুসারে, ১৬ বছরের বেশি বয়সি মেয়ে তার পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারেন। আর পাত্রের বয়সও যেহেতু ২১ বছরের বেশি, তাই এই বিয়েতে কোনো বাধা থাকতে পারে না। বিচারপতি ওই দম্পতির নিরাপত্তার দায়িত্বও দেন পাঠানকোট পুলিশ প্রশাসনকে। সূত্র: আনন্দবাজার

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৬ বছর হলেই বিয়ে করতে পারে মুসলিম মেয়েরা:পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট

আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ বছর বয়স হলেই কোনো মুসলমান মেয়ে তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন। সোমবার (২০ জুন) একটি মামলার এমন রায় দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত জানিয়েছেন, ১৬ বছরের বেশি বয়সি কোনো মুসলমান মেয়ে তার পছন্দের ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতেই পারেন। সম্প্রতি, পাঠানকোটে ২১ বছরের এক যুবক ও ১৬ বছরের একটি মেয়ে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু পরিবার তাদের আলাদা করতে চাইছে, এই অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। সোমবার সেই মামলার শুনানি হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। বিচারপতি যশজিৎ সিংহ বেদী বলেন, ‘আবেদনকারীরা (দম্পতি) শুধু মাত্র তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন বলে ভারতীয় সংবিধান বর্ণিত মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না।’এরপর বিচারপতি বেদী শরিয়ত আইন উল্লেখ করে বলেন, একজন মুসলমান মেয়ের বিয়ে ‘মুসলমান ব্যক্তিগত আইন’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিচারপতি জানান, স্যর দিনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপলস্ অব মহামেডান ল’ বইয়ের ১৯৫ অনুচ্ছেদ অনুসারে, ১৬ বছরের বেশি বয়সি মেয়ে তার পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারেন। আর পাত্রের বয়সও যেহেতু ২১ বছরের বেশি, তাই এই বিয়েতে কোনো বাধা থাকতে পারে না। বিচারপতি ওই দম্পতির নিরাপত্তার দায়িত্বও দেন পাঠানকোট পুলিশ প্রশাসনকে। সূত্র: আনন্দবাজার