ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ নভেম্বর আইস্ক্রিনে আসছে 'নীল জলের কাব্য'

১৬ নভেম্বর আইস্ক্রিনে আসছে ‘নীল জলের কাব্য’

  • আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিনে’ আসছে নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন ছোটপর্দার তারকা জুটি আফরান নিশো, মেহজাবিন চৌধুরীসহ অনেকে।
নির্মাতা শিহাব শাহীন বলেন, “যখন এই সিনেমার প্রথম শুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।” ‘নীল জলের কাব্য’ মুক্তি উপলক্ষে আইস্ক্রিন কর্তৃপক্ষ বুধবার একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো এবং মেহজাবিন। এ ওয়েব ফিল্মটির মাধ্যমে দীর্ঘদিন পর তারা আবার জুটি হিসেবে পর্দায় আসছেন। পরিচালক বলেন, “এই সিনেমায় দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো-মেহজাবিনের এক শ্রেণির দর্শক আছেন। এরপরেও সাধারণ দর্শক এটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।” আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, নীল জলের কাব্য প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ১৬ নভেম্বর আইস্ক্রিনে দেখা যাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

১৬ নভেম্বর আইস্ক্রিনে আসছে 'নীল জলের কাব্য'

১৬ নভেম্বর আইস্ক্রিনে আসছে ‘নীল জলের কাব্য’

আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিনে’ আসছে নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন ছোটপর্দার তারকা জুটি আফরান নিশো, মেহজাবিন চৌধুরীসহ অনেকে।
নির্মাতা শিহাব শাহীন বলেন, “যখন এই সিনেমার প্রথম শুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।” ‘নীল জলের কাব্য’ মুক্তি উপলক্ষে আইস্ক্রিন কর্তৃপক্ষ বুধবার একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো এবং মেহজাবিন। এ ওয়েব ফিল্মটির মাধ্যমে দীর্ঘদিন পর তারা আবার জুটি হিসেবে পর্দায় আসছেন। পরিচালক বলেন, “এই সিনেমায় দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো-মেহজাবিনের এক শ্রেণির দর্শক আছেন। এরপরেও সাধারণ দর্শক এটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।” আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, নীল জলের কাব্য প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ১৬ নভেম্বর আইস্ক্রিনে দেখা যাবে।