ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, খুশি শিক্ষকরাও

  • আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি মিলেছে। এতে খুশি শিক্ষকরাও। শিগগির তারা শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ১৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তে ঐক্যমত হয় উভয়পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে এ সম্মতি দেওয়া হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

সম্মতিপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরো সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

এদিকে, টানা ১০ দিনের আন্দোলনের মুখে সরকার ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হওয়ায় খুশি শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতিতে এটিকে বিজয় হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।

সচিবালয় থেকে বেরিয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষক নেতারা আলোচনা করবেন। এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত তারা সেখানে জানাবেন।

দুইজন শিক্ষক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুরেই তারা আন্দোলন স্থগিত করবেন। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে। শিক্ষকরা আজই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল বুধবার থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে যাবেন।

এসি/আপ্র/২১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, খুশি শিক্ষকরাও

আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি মিলেছে। এতে খুশি শিক্ষকরাও। শিগগির তারা শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ১৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তে ঐক্যমত হয় উভয়পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে এ সম্মতি দেওয়া হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

সম্মতিপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরো সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

এদিকে, টানা ১০ দিনের আন্দোলনের মুখে সরকার ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হওয়ায় খুশি শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতিতে এটিকে বিজয় হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।

সচিবালয় থেকে বেরিয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষক নেতারা আলোচনা করবেন। এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত তারা সেখানে জানাবেন।

দুইজন শিক্ষক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুরেই তারা আন্দোলন স্থগিত করবেন। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে। শিক্ষকরা আজই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল বুধবার থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে যাবেন।

এসি/আপ্র/২১/১০/২০২৫