চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরে ১৪টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম চৌধুরী (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন ফলমন্ডী বসুধা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এসব স্বর্ণের বার শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। গ্রেফতার নুরুল ইসলাম চৌধুরী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত জহির আহমেদের ছেলে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই স্বর্ণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’