ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

১৪ ঘণ্টার লড়াইয়ে রাশিয়ার ‘এলিট ইউনিট’ ধ্বংসের দাবি ইউক্রেনের

  • আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা রুশ সেনাদের একটি এলিট ইউনিট ধ্বংস করে দিয়েছে। ১৪ ঘণ্টার লড়াইয়ে এই সাফল্য এসেছে বলে দাবি তাদের।
গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৮০তম অ্যাসল্ট ব্রিগেড এক ঘোষণায় জানিয়েছে তাদের সেনারা রাশিয়ান ইউনিটের পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক অতিক্রম করার প্রচেষ্টা নস্যাৎ করেছে। তবে কোন শহরে এই লড়াই হয়েছে তা স্পষ্ট করে জানায়নি ইউক্রেন। তবে সেভেরোডনেস্ক অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইউক্রেনীয় ব্রিগেডের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘শত্রুর ভেতরে যেতে পারেনি! ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৮০তম পৃথক প্যারাট্রুপার ব্রিগেডের ইউনিটগুলো পূর্ব দিকে তাদের সঙ্গে লড়াই করে রাশিয়ান দখলদারদের ক্ষতি চালিয়ে যাচ্ছে।’
ওই পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের প্যারাট্রুপাররা লভিভে অবস্থান করা রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে যুক্ত ছিল। ১৪ ঘণ্টা ধরে লড়াইয়ে যুক্ত ছিল তারা। ইউক্রেনীয়রা জানিয়েছে তারা এই লড়াইয়ে এনল গ্রেনেড লঞ্চার ব্যবহার করে রাশিয়ার যুদ্ধযান এবং সেনা সদস্যদের নিষ্ক্রিয় করেছে।
ইউক্রেনীয়রা জানিয়েছে, যুদ্ধের এক পর্যায়ে তারা বুঝতে পারে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর পেসকভ ভিত্তিক ইনফ্যান্ট্রি ডিভিশনের বিরুদ্ধে লড়াই করছে। এই ইউনিটটি রুশ বাহিনীর এলিট ইউনিট হিসেবে পরিচিত সূত্র: বিজনেস ইনসাইডার

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৪ ঘণ্টার লড়াইয়ে রাশিয়ার ‘এলিট ইউনিট’ ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা রুশ সেনাদের একটি এলিট ইউনিট ধ্বংস করে দিয়েছে। ১৪ ঘণ্টার লড়াইয়ে এই সাফল্য এসেছে বলে দাবি তাদের।
গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৮০তম অ্যাসল্ট ব্রিগেড এক ঘোষণায় জানিয়েছে তাদের সেনারা রাশিয়ান ইউনিটের পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক অতিক্রম করার প্রচেষ্টা নস্যাৎ করেছে। তবে কোন শহরে এই লড়াই হয়েছে তা স্পষ্ট করে জানায়নি ইউক্রেন। তবে সেভেরোডনেস্ক অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইউক্রেনীয় ব্রিগেডের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘শত্রুর ভেতরে যেতে পারেনি! ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৮০তম পৃথক প্যারাট্রুপার ব্রিগেডের ইউনিটগুলো পূর্ব দিকে তাদের সঙ্গে লড়াই করে রাশিয়ান দখলদারদের ক্ষতি চালিয়ে যাচ্ছে।’
ওই পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের প্যারাট্রুপাররা লভিভে অবস্থান করা রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে যুক্ত ছিল। ১৪ ঘণ্টা ধরে লড়াইয়ে যুক্ত ছিল তারা। ইউক্রেনীয়রা জানিয়েছে তারা এই লড়াইয়ে এনল গ্রেনেড লঞ্চার ব্যবহার করে রাশিয়ার যুদ্ধযান এবং সেনা সদস্যদের নিষ্ক্রিয় করেছে।
ইউক্রেনীয়রা জানিয়েছে, যুদ্ধের এক পর্যায়ে তারা বুঝতে পারে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর পেসকভ ভিত্তিক ইনফ্যান্ট্রি ডিভিশনের বিরুদ্ধে লড়াই করছে। এই ইউনিটটি রুশ বাহিনীর এলিট ইউনিট হিসেবে পরিচিত সূত্র: বিজনেস ইনসাইডার