ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৪ অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ের পেনশন তহবিল

  • আপডেট সময় : ১১:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের সর্ববৃহৎ পেনশন তহবিল কেএলপি জানিয়েছে, তারা এখন থেকে আর রেথিওন টেকনোলজিস করপোরেশন ও রোলস রয়েসের মতো ১৪টি বড় অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী কোম্পানিতে বিনিয়োগ করবে না।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, ইসরায়েল, ভারত, ইতালি ও যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানিগুলো একটি নির্দিষ্ট ধরনের অস্ত্র তৈরি করে যার অধিকাংশই পারমাণবিক অস্ত্রের সঙ্গে জড়িত, যা মৌলিক মানবিক নীতির লংঘন। “(বাদ দেওয়ার ক্ষেত্রে) যে মানদ- বিবেচিত হয়েছে তা মূলত পারমাণবিক অস্ত্র ও গুচ্ছ বোমা, পাশাপাশি অ্যান্টি-পারসোনেল মাইনও।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নরওয়ের এ তহবিল যে ১৪টি কোম্পানিকে তাদের বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে তার মধ্যে রেথিওন ও রোলস রয়েস ছাড়াও আছে ব্যবকক ইন্টারন্যাশনাল, চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি, দাসো এভিয়েশন, এলবিট সিস্টেমস, জেনারেল ডিনামিকস কর্পোরেশন, কেবিআর ইনকরপোরেট, এলথ্রিহ্যারিস টেকনোলজিস, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, লেইদোস হোল্ডিংস, লেইদোস, লিওনার্ডো এসপিএ ও থেলস এসএ।
এ কোম্পানিগুলোর মধ্যে এলবিট সিস্টেমস ও লিওনার্ডো আগেই অন্যান্য কারণে কেএলপির বিনিয়োগ তালিকার বাইরে ছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো কোম্পানির প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। কেএলপির ব্যবস্থাপনায় ৯ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।
নৈতিক মানদ- সংক্রান্ত নিজেদের সংজ্ঞা পর্যালোচনার পর তারা নির্দিষ্ট ধরনের অস্ত্রে ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ উপাদান নির্মাতা এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বিনিয়োগের বাইরে রাখার তালিকায় অন্তুর্ভুক্ত করে।
“কোম্পানিগুলোর এ ধরনের সত্যিকার অস্ত্রের উপকরণ বানানোর প্রয়োজন নেই। আমরা এখন উড়োজাহাজ ও নৌযাননির্মাতা যারা পারমাণবিক অস্ত্র বানায়,অত্যাধুনিক করে কিংবা উৎক্ষেপণের সহায়ক কিছু বানায় তাদের ব্যাপারে কঠোর লাইন নিচ্ছি,” ইমেইল রয়টার্সকে এমনটাই বলেছেন কেএলপির দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ক প্রধান কিরন আজিজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই

১৪ অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ের পেনশন তহবিল

আপডেট সময় : ১১:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের সর্ববৃহৎ পেনশন তহবিল কেএলপি জানিয়েছে, তারা এখন থেকে আর রেথিওন টেকনোলজিস করপোরেশন ও রোলস রয়েসের মতো ১৪টি বড় অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী কোম্পানিতে বিনিয়োগ করবে না।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, ইসরায়েল, ভারত, ইতালি ও যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানিগুলো একটি নির্দিষ্ট ধরনের অস্ত্র তৈরি করে যার অধিকাংশই পারমাণবিক অস্ত্রের সঙ্গে জড়িত, যা মৌলিক মানবিক নীতির লংঘন। “(বাদ দেওয়ার ক্ষেত্রে) যে মানদ- বিবেচিত হয়েছে তা মূলত পারমাণবিক অস্ত্র ও গুচ্ছ বোমা, পাশাপাশি অ্যান্টি-পারসোনেল মাইনও।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নরওয়ের এ তহবিল যে ১৪টি কোম্পানিকে তাদের বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে তার মধ্যে রেথিওন ও রোলস রয়েস ছাড়াও আছে ব্যবকক ইন্টারন্যাশনাল, চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি, দাসো এভিয়েশন, এলবিট সিস্টেমস, জেনারেল ডিনামিকস কর্পোরেশন, কেবিআর ইনকরপোরেট, এলথ্রিহ্যারিস টেকনোলজিস, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, লেইদোস হোল্ডিংস, লেইদোস, লিওনার্ডো এসপিএ ও থেলস এসএ।
এ কোম্পানিগুলোর মধ্যে এলবিট সিস্টেমস ও লিওনার্ডো আগেই অন্যান্য কারণে কেএলপির বিনিয়োগ তালিকার বাইরে ছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো কোম্পানির প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। কেএলপির ব্যবস্থাপনায় ৯ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।
নৈতিক মানদ- সংক্রান্ত নিজেদের সংজ্ঞা পর্যালোচনার পর তারা নির্দিষ্ট ধরনের অস্ত্রে ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ উপাদান নির্মাতা এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বিনিয়োগের বাইরে রাখার তালিকায় অন্তুর্ভুক্ত করে।
“কোম্পানিগুলোর এ ধরনের সত্যিকার অস্ত্রের উপকরণ বানানোর প্রয়োজন নেই। আমরা এখন উড়োজাহাজ ও নৌযাননির্মাতা যারা পারমাণবিক অস্ত্র বানায়,অত্যাধুনিক করে কিংবা উৎক্ষেপণের সহায়ক কিছু বানায় তাদের ব্যাপারে কঠোর লাইন নিচ্ছি,” ইমেইল রয়টার্সকে এমনটাই বলেছেন কেএলপির দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ক প্রধান কিরন আজিজ।