ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

১৩ বছর পর মিশরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ১৩ বছর পর মিশরে পা দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে।
সম্প্রতি জেরুসালেমের একটি ঘটনা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। ১১ দিন ধরে লড়াই চলার পর মিশর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়। তারপরই দুই পক্ষ হামলা বন্ধ করে। খবর ডয়চে ভেলের।
মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ১৩ বছর পরে ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর মিশরে যাওয়াকে কূটনৈতিক মহল ঐতিহাসিক সফর বলে ব্যাখ্যা করছে। মিশরে পৌঁছার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টুইটে লিখেছেন, সাম্প্রতিক সংঘর্ষ ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে। সাময়িক যুদ্ধবরিতির পর ফের ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে মিশরের উপর। মিশর দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে পারে কি না, সেটাই এখন দেখার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৩ বছর পর মিশরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ১৩ বছর পর মিশরে পা দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে।
সম্প্রতি জেরুসালেমের একটি ঘটনা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। ১১ দিন ধরে লড়াই চলার পর মিশর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়। তারপরই দুই পক্ষ হামলা বন্ধ করে। খবর ডয়চে ভেলের।
মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ১৩ বছর পরে ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর মিশরে যাওয়াকে কূটনৈতিক মহল ঐতিহাসিক সফর বলে ব্যাখ্যা করছে। মিশরে পৌঁছার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টুইটে লিখেছেন, সাম্প্রতিক সংঘর্ষ ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে। সাময়িক যুদ্ধবরিতির পর ফের ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে মিশরের উপর। মিশর দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে পারে কি না, সেটাই এখন দেখার।