ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১২ বেঞ্চ গঠিত, রোববার থেকে চলবে বিচারকাজ

  • আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার (৮ আগস্ট) থেকে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এর মধ্যে নয়টি ডিভিশন বেঞ্চ ও তিনটি একক বেঞ্চ গঠন করা হয়েছে। নবগঠিত এসব বেঞ্চের তালিকা শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।
গত বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি এতে সভাপতিত্ব করেন। বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। প্রসঙ্গত, মহামারি করোনার প্রকোপের মধ্যে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত সীমিত পরিসরে চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

১২ বেঞ্চ গঠিত, রোববার থেকে চলবে বিচারকাজ

আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার (৮ আগস্ট) থেকে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এর মধ্যে নয়টি ডিভিশন বেঞ্চ ও তিনটি একক বেঞ্চ গঠন করা হয়েছে। নবগঠিত এসব বেঞ্চের তালিকা শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।
গত বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি এতে সভাপতিত্ব করেন। বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। প্রসঙ্গত, মহামারি করোনার প্রকোপের মধ্যে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত সীমিত পরিসরে চলছে।