ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

১২ বছর পর মেটা ছাড়ার ঘোষণা প্রধান এআই বিজ্ঞানীর

  • আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: নিজস্ব এআই স্টার্টআপ প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ বছর পর মেটা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ইয়ান লেকুন।
‘নিউ ইয়র্ক ইউনিভার্সিটি’র অধ্যাপক লেকুন ২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটায় যোগ দিয়েছিলেন। প্রথমে কোম্পানিটির ‘ফান্ডামেন্টাল এআই রিসার্চ’ বা ফেয়ার ল্যাবের নেতৃত্ব ছিলেন লেকুন। এক পর্যায়ে তিনি মেটার প্রধান এআই বিজ্ঞানীর দায়িত্ব গ্রহণ করেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আদলে মেটার তৈরি থ্রেডস-এ এক পোস্টে লেকুন বলেছেন, গত কয়েক বছর ধরে ফেয়ার, এনওয়াইইউ ও এর বাইরের সহকর্মীদের সঙ্গে আমি যে ‘অ্যাডভান্সড মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ প্রোগ্রাম’ বা এএমআই স্টার্টআপ তৈরি করেছি, তার গবেষণা চালিয়ে যাব। তিনি বলেছেন, তার এ নতুন স্টার্টআপটির সঙ্গে পার্টনারশিপ করবে ফেসবুকের মূল কোম্পানি মেটা। স্টার্টআপটির লক্ষ্য হচ্ছে এআইতে পরবর্তী বড় বিপ্লব ঘটানো। এটি এমন এক সিস্টেম, যা বাস্তব জগতকে বুঝতে, দীর্ঘ সময় ধরে তথ্য মনে রাখতে, যুক্তি ও জটিল কাজের পরিকল্পনা করতে পারবে। এএমআই-এর গবেষণার ফলাফল অর্থনীতির বিভিন্ন খাতে কাজে লাগবে, যা কিছু ক্ষেত্রে মেটার ব্যবসার সঙ্গে মিলে যায়। স্বাধীন সত্তা হিসেবেই এএমআইকে এগিয়ে নেব আমরা, যাতে এর প্রভাব বা ফলাফল যতটা সম্ভব বেশি মানুষ বা খাতে পৌঁছাতে পারবে।

লেকুন মেটায় কী করবেন তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে অনেক জল্পনা চলেছে। এ বছরের শুরুতে মেটা প্রায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে আরেক এআই স্টার্টআপ ‘স্কেলএআই’তে এবং তাদের ২৮ বছর বয়সী সিইও, আলেকজান্দার ওয়াংকেও নিজেদের প্রধান এআই অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

‘জিপিটি-৪’ মডেল তৈরিতে সাহায্যকারী গবেষক শেংজিয়া ঝাওকেও নিজেদের দলে ভেড়ানোর পাশাপাশি কোম্পানিটির ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’ ইউনিটের প্রধান এআই বিজ্ঞানী হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুকের মুল কোম্পানিটি। তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন লেকুন। এ বছর ‘বিগ টেকনোলজি’ নামের এক পডকাস্টে তিনি বলেছেন, “কেবল এলএলএম-এর পরিসর বাড়িয়েই আমরা মানব পর্যায়ের এআই পাব না।

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক এক সম্মেলনে লেকুন নতুন গবেষকদের উদ্দেশ্যে বলেছেন, নিশ্চিতভাবেই আমি এলএলএম নিয়ে কাজ করব না। এদিকে, একই সময়ে নিজেদের বিভিন্ন এআই দলের কাঠামো পরিবর্তন করছে মেটা। গত মাসে ‘সুপার ইন্টেলিজেন্স’ দল থেকে ‘কয়েকশ’ কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজের প্রকল্পের জন্য মেটায় পর্যাপ্ত রিসোর্স পাচ্ছিলেন না লেকুন। কারণ ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে এলএলএম তৈরিতে এখন বেশি মনোযোগ দিচ্ছে মেটা।

সানা/আপ্র/২১/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১২ বছর পর মেটা ছাড়ার ঘোষণা প্রধান এআই বিজ্ঞানীর

আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: নিজস্ব এআই স্টার্টআপ প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ বছর পর মেটা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ইয়ান লেকুন।
‘নিউ ইয়র্ক ইউনিভার্সিটি’র অধ্যাপক লেকুন ২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটায় যোগ দিয়েছিলেন। প্রথমে কোম্পানিটির ‘ফান্ডামেন্টাল এআই রিসার্চ’ বা ফেয়ার ল্যাবের নেতৃত্ব ছিলেন লেকুন। এক পর্যায়ে তিনি মেটার প্রধান এআই বিজ্ঞানীর দায়িত্ব গ্রহণ করেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আদলে মেটার তৈরি থ্রেডস-এ এক পোস্টে লেকুন বলেছেন, গত কয়েক বছর ধরে ফেয়ার, এনওয়াইইউ ও এর বাইরের সহকর্মীদের সঙ্গে আমি যে ‘অ্যাডভান্সড মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ প্রোগ্রাম’ বা এএমআই স্টার্টআপ তৈরি করেছি, তার গবেষণা চালিয়ে যাব। তিনি বলেছেন, তার এ নতুন স্টার্টআপটির সঙ্গে পার্টনারশিপ করবে ফেসবুকের মূল কোম্পানি মেটা। স্টার্টআপটির লক্ষ্য হচ্ছে এআইতে পরবর্তী বড় বিপ্লব ঘটানো। এটি এমন এক সিস্টেম, যা বাস্তব জগতকে বুঝতে, দীর্ঘ সময় ধরে তথ্য মনে রাখতে, যুক্তি ও জটিল কাজের পরিকল্পনা করতে পারবে। এএমআই-এর গবেষণার ফলাফল অর্থনীতির বিভিন্ন খাতে কাজে লাগবে, যা কিছু ক্ষেত্রে মেটার ব্যবসার সঙ্গে মিলে যায়। স্বাধীন সত্তা হিসেবেই এএমআইকে এগিয়ে নেব আমরা, যাতে এর প্রভাব বা ফলাফল যতটা সম্ভব বেশি মানুষ বা খাতে পৌঁছাতে পারবে।

লেকুন মেটায় কী করবেন তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে অনেক জল্পনা চলেছে। এ বছরের শুরুতে মেটা প্রায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে আরেক এআই স্টার্টআপ ‘স্কেলএআই’তে এবং তাদের ২৮ বছর বয়সী সিইও, আলেকজান্দার ওয়াংকেও নিজেদের প্রধান এআই অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

‘জিপিটি-৪’ মডেল তৈরিতে সাহায্যকারী গবেষক শেংজিয়া ঝাওকেও নিজেদের দলে ভেড়ানোর পাশাপাশি কোম্পানিটির ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’ ইউনিটের প্রধান এআই বিজ্ঞানী হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুকের মুল কোম্পানিটি। তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন লেকুন। এ বছর ‘বিগ টেকনোলজি’ নামের এক পডকাস্টে তিনি বলেছেন, “কেবল এলএলএম-এর পরিসর বাড়িয়েই আমরা মানব পর্যায়ের এআই পাব না।

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক এক সম্মেলনে লেকুন নতুন গবেষকদের উদ্দেশ্যে বলেছেন, নিশ্চিতভাবেই আমি এলএলএম নিয়ে কাজ করব না। এদিকে, একই সময়ে নিজেদের বিভিন্ন এআই দলের কাঠামো পরিবর্তন করছে মেটা। গত মাসে ‘সুপার ইন্টেলিজেন্স’ দল থেকে ‘কয়েকশ’ কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজের প্রকল্পের জন্য মেটায় পর্যাপ্ত রিসোর্স পাচ্ছিলেন না লেকুন। কারণ ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে এলএলএম তৈরিতে এখন বেশি মনোযোগ দিচ্ছে মেটা।

সানা/আপ্র/২১/১১/২০২৫