ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

১২ বছরের মধ্যে দুবার বড় অঙ্কের লটারি জিতলেন

  • আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: একেই বলে ভাগ্য। ১২ বছর আগে একবার বেশ বড় অঙ্কের লটারি জিতেছিলেন। এবার আবার জিতলেন লটারি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এই নারীর নাম শ্যারন গডসে।

ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩১ মার্চ পাওয়ারবল ড্রতে শ্যারন ১ লাখ মার্কিন ডলারের (প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা) লটারি জিতেছেন।

শ্যারন কনকর্ড এলাকায় কার্সন মার্কেট থেকে লটারির টিকিট কিনেছিলেন। এর আগে শ্যারন ২০১৩ সালে স্যাফির রিচেস-এর লটারি কিনে ১ লাখ ডলার জিতেছিলেন।

ভার্জিনিয়ার এই নারীর ভাগ্যে দুবার বেশ বড় অঙ্কের লটারি জুটল। সর্বশেষ গত ৩১ মার্চ তিনি ১ লাখ ডলারের লটারি জিতলেন। ইতিমধ্যে তিনি লটারির অর্থ গ্রহণ করেছেন।

ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কনকর্ডের বাসিন্দা শ্যারন গডসে গত ৩১ মার্চ অনুষ্ঠিত পাওয়ার বল ড্রয়ে ১ লাখ ডলারের লটারি জেতার দাবি করেছেন। ১২ বছরের মধ্যে দ্বিতীয়বার তিনি এই বড় অঙ্কের লটারিতে সফল হয়েছেন।

লটারির পাঁচটি নম্বরের মধ্যে প্রথমে চারটি নম্বর এবং পাওয়ার বল নম্বর মিলে গেলে সাধারণত ৫০ হাজার ডলার পুরস্কার পাওয়া যায়। শ্যারনের ক্ষেত্রেও প্রথমে সেটি হয়েছিল। যার ফলে তিনি ৫০ হাজার ডলার জিতেছিলেন। পরে তিনি পাওয়ার অপশনের সুযোগ নেন। এ জন্য তাঁকে অতিরিক্ত ১ ডলার খরচ করতে হয়েছিল। এতেই তিনি বাজিমাত করেন। বাকি নম্বরও মিলে গেলে তাঁর লটারির অর্থ দ্বিগুণ হয়ে ১ লাখ ডলার হয়ে যায়।

শ্যারন লটারির কর্মকর্তাদের বলেন, ‘আমি লটারি খেলতে গিয়ে ঝুঁকি নিয়েছি। যখন বুঝতে পারলাম যে আমি লটারি জিতেছি, তখন আমার পুরো শরীর কাঁপছিল।’

ভার্জিনিয়া লটারি ১৯৮৮ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লটারি বিক্রি থেকে আয়ের অর্থ কমনওয়েলথের কে-১২ শিক্ষায় ব্যয় করে থাকে। গত বছর লটারি কর্তৃপক্ষ ভার্জিনিয়ার সরকারি স্কুলের জন্য ৭০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১২ বছরের মধ্যে দুবার বড় অঙ্কের লটারি জিতলেন

আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক: একেই বলে ভাগ্য। ১২ বছর আগে একবার বেশ বড় অঙ্কের লটারি জিতেছিলেন। এবার আবার জিতলেন লটারি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এই নারীর নাম শ্যারন গডসে।

ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩১ মার্চ পাওয়ারবল ড্রতে শ্যারন ১ লাখ মার্কিন ডলারের (প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা) লটারি জিতেছেন।

শ্যারন কনকর্ড এলাকায় কার্সন মার্কেট থেকে লটারির টিকিট কিনেছিলেন। এর আগে শ্যারন ২০১৩ সালে স্যাফির রিচেস-এর লটারি কিনে ১ লাখ ডলার জিতেছিলেন।

ভার্জিনিয়ার এই নারীর ভাগ্যে দুবার বেশ বড় অঙ্কের লটারি জুটল। সর্বশেষ গত ৩১ মার্চ তিনি ১ লাখ ডলারের লটারি জিতলেন। ইতিমধ্যে তিনি লটারির অর্থ গ্রহণ করেছেন।

ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কনকর্ডের বাসিন্দা শ্যারন গডসে গত ৩১ মার্চ অনুষ্ঠিত পাওয়ার বল ড্রয়ে ১ লাখ ডলারের লটারি জেতার দাবি করেছেন। ১২ বছরের মধ্যে দ্বিতীয়বার তিনি এই বড় অঙ্কের লটারিতে সফল হয়েছেন।

লটারির পাঁচটি নম্বরের মধ্যে প্রথমে চারটি নম্বর এবং পাওয়ার বল নম্বর মিলে গেলে সাধারণত ৫০ হাজার ডলার পুরস্কার পাওয়া যায়। শ্যারনের ক্ষেত্রেও প্রথমে সেটি হয়েছিল। যার ফলে তিনি ৫০ হাজার ডলার জিতেছিলেন। পরে তিনি পাওয়ার অপশনের সুযোগ নেন। এ জন্য তাঁকে অতিরিক্ত ১ ডলার খরচ করতে হয়েছিল। এতেই তিনি বাজিমাত করেন। বাকি নম্বরও মিলে গেলে তাঁর লটারির অর্থ দ্বিগুণ হয়ে ১ লাখ ডলার হয়ে যায়।

শ্যারন লটারির কর্মকর্তাদের বলেন, ‘আমি লটারি খেলতে গিয়ে ঝুঁকি নিয়েছি। যখন বুঝতে পারলাম যে আমি লটারি জিতেছি, তখন আমার পুরো শরীর কাঁপছিল।’

ভার্জিনিয়া লটারি ১৯৮৮ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লটারি বিক্রি থেকে আয়ের অর্থ কমনওয়েলথের কে-১২ শিক্ষায় ব্যয় করে থাকে। গত বছর লটারি কর্তৃপক্ষ ভার্জিনিয়ার সরকারি স্কুলের জন্য ৭০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিল।