ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

১২ নভেম্বর আসছে ‘রেহানা’

  • আপডেট সময় : ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : অবশেষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে রেহানা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সূত্রে জানা গেছে, এই তারিখে ছবিটির শিডিউল নেওয়া হয়েছে। চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা আঁ সার্তেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা কানে অফিশিয়াল মনোনয়ন পায়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
সিনেমাটির অন্যতম প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আগামী মাসেই সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির জন্য আমরা ১২ নভেম্বর বরাদ্দ চেয়েছি। আমাদের সিনেমার নায়িকা আজমেরী হক বাঁধন এখন দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেব। বুঝতে পারছি, সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহ রয়েছে। আমরাও মুক্তির সব প্রস্তুতি নিচ্ছি।’
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রেহানার প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সিনেমাটি ১২ তারিখে মুক্তির কথা রয়েছে। যখনই মুক্তি পাক, সিনেমাটি আমরা সিনেপ্লেক্সে চালাব।’
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানা
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানাছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানা। পাশাপাশি ছবিটি এ বছর একাডেমি অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বেসরকারি একটি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবিটির গল্প। তাঁর এক ছাত্রীর হয়ে তিনি এক সহকর্মীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। আজমেরী হক বাঁধন ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

১২ নভেম্বর আসছে ‘রেহানা’

আপডেট সময় : ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

বিনোদন প্রতিবেদক : অবশেষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে রেহানা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সূত্রে জানা গেছে, এই তারিখে ছবিটির শিডিউল নেওয়া হয়েছে। চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা আঁ সার্তেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা কানে অফিশিয়াল মনোনয়ন পায়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
সিনেমাটির অন্যতম প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আগামী মাসেই সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির জন্য আমরা ১২ নভেম্বর বরাদ্দ চেয়েছি। আমাদের সিনেমার নায়িকা আজমেরী হক বাঁধন এখন দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেব। বুঝতে পারছি, সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহ রয়েছে। আমরাও মুক্তির সব প্রস্তুতি নিচ্ছি।’
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রেহানার প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সিনেমাটি ১২ তারিখে মুক্তির কথা রয়েছে। যখনই মুক্তি পাক, সিনেমাটি আমরা সিনেপ্লেক্সে চালাব।’
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানা
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানাছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় রেহানা। পাশাপাশি ছবিটি এ বছর একাডেমি অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বেসরকারি একটি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবিটির গল্প। তাঁর এক ছাত্রীর হয়ে তিনি এক সহকর্মীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। আজমেরী হক বাঁধন ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।