ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাড়ে তিন হাজার

  • আপডেট সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে ৩ হাজার ৫১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন। আর গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার বিকেলে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সী রোগী প্রায় ২৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২১ থেকে ৩০ বছর বয়সীরা, যা প্রায় ২৩ শতাংশ।
চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সিংহভাগই রাজধানীর বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩১৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছে ১২ হাজার ৫৬১ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাড়ে তিন হাজার

আপডেট সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে ৩ হাজার ৫১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন। আর গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার বিকেলে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সী রোগী প্রায় ২৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২১ থেকে ৩০ বছর বয়সীরা, যা প্রায় ২৩ শতাংশ।
চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সিংহভাগই রাজধানীর বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩১৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছে ১২ হাজার ৫৬১ জন।