ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

১২ থেকে ১৭ বয়সীদের জন্য ট্রায়ালে স্পুটনিক

  • আপডেট সময় : ১০:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মস্কোতে এই ট্রায়াল চালানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা জানিয়েছেন, ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই। আনাস্তাসিয়া রাকোভা জানান, তরুণদের ভ্যাকসিনের যে ডোজ দেওয়া হবে সেটি মূলত প্রাপ্তবয়স্করা যে স্পুটনিক ভি ভ্যাকসিন পেয়েছে এর একটি সংক্ষিপ্ত ডোজ। এমন সময়ে এই ট্রায়ালের ঘোষণা এলো যখন রাশিয়ায় করোনা সংক্রমণ ফের ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। রাশিয়ার জনসংখ্যা ১৪৬ মিলিয়ন। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ২৩ মিলিয়ন মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশের কিছু বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৩৫ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ থেকে ১৭ বয়সীদের জন্য ট্রায়ালে স্পুটনিক

আপডেট সময় : ১০:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মস্কোতে এই ট্রায়াল চালানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা জানিয়েছেন, ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই। আনাস্তাসিয়া রাকোভা জানান, তরুণদের ভ্যাকসিনের যে ডোজ দেওয়া হবে সেটি মূলত প্রাপ্তবয়স্করা যে স্পুটনিক ভি ভ্যাকসিন পেয়েছে এর একটি সংক্ষিপ্ত ডোজ। এমন সময়ে এই ট্রায়ালের ঘোষণা এলো যখন রাশিয়ায় করোনা সংক্রমণ ফের ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। রাশিয়ার জনসংখ্যা ১৪৬ মিলিয়ন। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ২৩ মিলিয়ন মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশের কিছু বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৩৫ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।