ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

১২ গ্রেডের বেতন কাঠামোর দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

  • আপডেট সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ৬ সদস্যের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের একটি নতুন বেতন কাঠামো করার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। তিনি সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত কর্মচারীদের দুঃখ-দুর্দশা, যৌক্তিক দাবি এবং মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ গঠন করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত ৮ম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর যাবত বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল এবং ৭ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

ফেডারেশনের চেয়ারম্যান পে-কমিশনের কাছে তাদের মূল দাবি উপস্থাপন করে লিখিত বক্তব্যে বলেন, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ, ৬ সদস্যের পরিবারের জীবন যাপনের ব্যয় এবং বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে ৯ম পে স্কেল প্রদান করা আবশ্যক। এই লক্ষ্যে, মানবিক ও সার্বিক দিক বিবেচনা করে ৬ সদস্যের একটি পরিবারের মানসম্মত উপায়ে জীবন ধারণের জন্য ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা করার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে ফেডারেশনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেসিক সংগঠন এবং জাতীয় ভিত্তিক সরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১২ গ্রেডের বেতন কাঠামোর দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

আপডেট সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ৬ সদস্যের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের একটি নতুন বেতন কাঠামো করার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। তিনি সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত কর্মচারীদের দুঃখ-দুর্দশা, যৌক্তিক দাবি এবং মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ গঠন করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত ৮ম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর যাবত বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল এবং ৭ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

ফেডারেশনের চেয়ারম্যান পে-কমিশনের কাছে তাদের মূল দাবি উপস্থাপন করে লিখিত বক্তব্যে বলেন, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ, ৬ সদস্যের পরিবারের জীবন যাপনের ব্যয় এবং বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে ৯ম পে স্কেল প্রদান করা আবশ্যক। এই লক্ষ্যে, মানবিক ও সার্বিক দিক বিবেচনা করে ৬ সদস্যের একটি পরিবারের মানসম্মত উপায়ে জীবন ধারণের জন্য ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা করার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে ফেডারেশনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেসিক সংগঠন এবং জাতীয় ভিত্তিক সরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৫