ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

১১ বছর পর বিজয়ের সেঞ্চুরি, খুলনা হারাল ঢাকাকে

  • আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

১১ বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়- ছবি সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: ১১ বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ তথা এনসিএল টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতেছে খুলনা বিভাগ। টস হেরে ব্যাট করে শুরুতে ৩ উইকেটে ১৮০ রান করে দলটি। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকা বিভাগ। ২১ রানে জিতে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে খুলনা।
খুলনার ব্যাটিংয়ের শুরুতে ওপেনার ইমরুল কায়েস (১৪) সেভাবে অবদান রাখতে পারেননি। তবে প্রান্ত আগলে ছিলেন বিজয়। অন্য প্রান্ত নড়বড়ে হলেও ৩৮ বলে তুলে নেন ফিফটি। তার পর সেঞ্চুরি তুলে নেন ৬৬ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ বছর পর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন বিজয়। তার ঝড়ো সেঞ্চুরিতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। বিজয়ের অপরাজিত ১০১ রানে ভর করেই খুলনা বড় সংগ্রহ পেয়েছে। বিজয়ের সঙ্গে ৩৪ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। জবাবে ঢাকা ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম ৮৭ রানের জুটি গড়েও হার এড়াতে পারেননি। তারা দুজন ৬৩ ও ৪৩ রানে অপরাজিত ছিলেন।
অপর ম্যাচে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর। টস হেরে শুরুতে ১০৮ রানে অলআউট হয় বরিশাল। ৪ উইকেট নেন আলাউদ্দিন। জবাবে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। রিজওয়ান করেছেন ৫৩ রান। আব্দুল্লাহ আল মামুন ২১ ও অধিনায়ক আকবর আলী ১৬ রানে অপরাজিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার

১১ বছর পর বিজয়ের সেঞ্চুরি, খুলনা হারাল ঢাকাকে

আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: ১১ বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ তথা এনসিএল টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতেছে খুলনা বিভাগ। টস হেরে ব্যাট করে শুরুতে ৩ উইকেটে ১৮০ রান করে দলটি। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকা বিভাগ। ২১ রানে জিতে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে খুলনা।
খুলনার ব্যাটিংয়ের শুরুতে ওপেনার ইমরুল কায়েস (১৪) সেভাবে অবদান রাখতে পারেননি। তবে প্রান্ত আগলে ছিলেন বিজয়। অন্য প্রান্ত নড়বড়ে হলেও ৩৮ বলে তুলে নেন ফিফটি। তার পর সেঞ্চুরি তুলে নেন ৬৬ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ বছর পর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন বিজয়। তার ঝড়ো সেঞ্চুরিতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। বিজয়ের অপরাজিত ১০১ রানে ভর করেই খুলনা বড় সংগ্রহ পেয়েছে। বিজয়ের সঙ্গে ৩৪ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। জবাবে ঢাকা ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম ৮৭ রানের জুটি গড়েও হার এড়াতে পারেননি। তারা দুজন ৬৩ ও ৪৩ রানে অপরাজিত ছিলেন।
অপর ম্যাচে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর। টস হেরে শুরুতে ১০৮ রানে অলআউট হয় বরিশাল। ৪ উইকেট নেন আলাউদ্দিন। জবাবে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। রিজওয়ান করেছেন ৫৩ রান। আব্দুল্লাহ আল মামুন ২১ ও অধিনায়ক আকবর আলী ১৬ রানে অপরাজিত ছিলেন।