ক্রীড়া ডেস্ক : একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে দারুন ভাবে মেলে ধরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইরন পোলার্ড। এরপর ১১ বছর ক্রিকেটের বাইরে। দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটে ফিরছেন পোলর্ড। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রত্যাবর্তন হতে চলেছে তার। ভাইটালিটি ব্লাস্টের দল সারের হয়ে খেলবেন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পোলার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কাউন্টি দল। তবে কাছের বন্ধু ও স্বদেশি সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড। এক দশকের বেশি সময় পর ইংলিশ ক্রিকেটে নাম লিখিয়ে পোলার্ড বলেছেন, ‘আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। ’ সবশেষ ২০১১ সালের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন পোলার্ড। সেই আসরের ফাইনালে লিস্টারশায়ারের কাছে হেরে যায় পোলার্ডের সমারসেট। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি।