বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। হিন্দি ভাষার ‘গুলমোহর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে অমল পালেকর, মনোজ বাজপেয়ীর সঙ্গে পর্দা ভাগ করেছেন। এটি পরিচালনা করেছেন রাহুল চিট্টেলা। শর্মিলা অভিনীত সর্বশেষ সিনেমা ২০১০ সালে মুক্তি পায়। দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফিরে দারুণ আনন্দিত এই শিল্পী। শর্মিলা ঠাকুর বলেন—‘অনেক দিন পর সেই চেনা সেটে ফিরে ভীষণ আনন্দিত। সিনেমাটির গল্প শোনার পরই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। এর গল্পটি পারিবারিক। গল্প এমন সুন্দরভাবে বলা হয়েছে যে, দ্বিতীয়বার ভাবিনি।’ পারিবারিক-ড্রামা ঘরানার এ সিনেমা সবাই মিলে দেখতে পারবেন। শর্মিলার বিশ্বাস, সিনেমাটি সবাই উপভোগ করবেন। ৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বাত্রা পরিবার। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নানাভাবে সংযোগ স্থাপন করবেন। এরই মাঝে খোলসা হবে কিছু গোপন তথ্য। এভাবেই এগিয়েছে ‘গুলমোহর’ সিনেমার কাহিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ। আগামী আগস্টে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।