বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় সুন্দরবন-সংলগ্ন চিলা ইউনিয়নের উলুকাটা এলাকা থেকে ১১ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে ওই এলাকার সোহাগ শেখের বাড়িতে জাল দিয়ে অজগরটিকে আটক করেন স্থানীয়রা। পরে দুপুরে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে পড়েছিল। আমরা সেটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছি।’
জনপ্রিয় সংবাদ