প্রত্যাশা ডেস্ক : ২০২২ সালে রেকর্ড লাভ করেছে ব্রিটিশ তেল-গ্যাস কোম্পানি ‘শেল’। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটি এমন মুনাফার কথা জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২ দশমিক দুই বিলিয়ন পাউন্ড লাভ করেছে, যা কোম্পানিটির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বের জ্বালানি কোম্পানিগুলোর আয় হু হু করে বাড়তে থাকে। যদিও এতে তাদের ওপর ট্যাক্সের বোঝা বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৮ ডলারে পৌঁছায়। যদিও তা কমে এখন ৮৩ ডলারে নেমেছে। গ্যাসের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায়। তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তেল বিক্রি করে ব্যাপক লাভ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) তারা ৪ হাজার ৮৪০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করে। সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎস আরামকো। সৌদি সরকার রাজস্ব আয়ের বিকল্প উৎসের সন্ধান করলেও এখন পর্যন্ত তেল-গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় তাদের।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তাই জ্বালানি বাজারের অস্থিরতা কবে শেষ হবে তারও স্পষ্ট উত্তর নেই।
১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ লাভ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ