ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুম্বাই পুলিশের

  • আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রত্যাশা ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ ১১২ বাংলাদেশিকে গ্রেফতারের পর দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৬ আগস্ট) ওই ১১২ অভিবাসীকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। পরে সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই অভিবাসীদের। ওই বাংলাদেশিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেফতার করা হয়। মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, কেবল গত বৃহস্পতিবারই ৯২ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে চলতি বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে পৌঁছেছে। কিন্তু গত বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন। নথি অনুযায়ী, এসব অবৈধ অভিবাসীকে গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রাজ্য পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই কাজ সম্পন্ন করা হবে। সেখান থেকে অভিবাসীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে হস্তান্তর করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করা ৭১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।’ এসব বাংলাদেশির বেশিরভাগকে গত জুলাইয়ের শেষ সপ্তাহে শহরের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই অভিবাসীদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন ও ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ করেছে পুলিশ। মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা বলেছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিদেশি আইন ১৯৪৬-এর ধারা ৩ (২) (সি) অনুযায়ী ওই অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুম্বাই পুলিশের

আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ ১১২ বাংলাদেশিকে গ্রেফতারের পর দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৬ আগস্ট) ওই ১১২ অভিবাসীকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। পরে সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই অভিবাসীদের। ওই বাংলাদেশিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেফতার করা হয়। মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, কেবল গত বৃহস্পতিবারই ৯২ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে চলতি বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে পৌঁছেছে। কিন্তু গত বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন। নথি অনুযায়ী, এসব অবৈধ অভিবাসীকে গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রাজ্য পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই কাজ সম্পন্ন করা হবে। সেখান থেকে অভিবাসীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে হস্তান্তর করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করা ৭১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।’ এসব বাংলাদেশির বেশিরভাগকে গত জুলাইয়ের শেষ সপ্তাহে শহরের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই অভিবাসীদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন ও ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ করেছে পুলিশ। মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা বলেছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিদেশি আইন ১৯৪৬-এর ধারা ৩ (২) (সি) অনুযায়ী ওই অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।