ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

১০ হাজার হাইতির অভিবাসীকে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে অবস্থান করা হাইতি অভিবাসীদের চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকার নিচে কমপক্ষে ১০ মানুষ যুক্তরাষ্ট্র প্রবেশের অপেক্ষায় আছেন। কিন্তু তাদের যত দ্রুত সম্ভব হাইতিতে ফেরত পাঠানো হবে জানিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনায় কিছু অভিবাসীকে সাময়িক সময়ের জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ স্থানীয় কর্মকর্তারা তাদের জন্য খাবার ও স্যানিটেশন ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন।
বহু দূর থেকে আগত এসব অভিবাসীদের নিয়ে সমস্যায় যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নীতি নির্ধারকরা বলছেন, এদের মধ্যে দুই হাজার লোককে ইমিগ্রেশন সেন্টারে পাঠানো হয়েছে। তারা যেখান থেকে এসেছেন সেখানেই পাঠানোর বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রোববার থেকে তাদের প্রত্যাবাসনের কাজ শুরু হবে।
গত শনিবার হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি অভিবাসীদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছেন। তিনি বলেন, যারা ফিরে আসছে তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। অভিবাসীবিষয়ক সংগঠনগুলো জানিয়েছে, লাতিন ও উত্তর আমেরিকার অভিবাসীরা উন্নত জীবনের আশায় প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ হাজার হাইতির অভিবাসীকে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে অবস্থান করা হাইতি অভিবাসীদের চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকার নিচে কমপক্ষে ১০ মানুষ যুক্তরাষ্ট্র প্রবেশের অপেক্ষায় আছেন। কিন্তু তাদের যত দ্রুত সম্ভব হাইতিতে ফেরত পাঠানো হবে জানিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনায় কিছু অভিবাসীকে সাময়িক সময়ের জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ স্থানীয় কর্মকর্তারা তাদের জন্য খাবার ও স্যানিটেশন ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন।
বহু দূর থেকে আগত এসব অভিবাসীদের নিয়ে সমস্যায় যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নীতি নির্ধারকরা বলছেন, এদের মধ্যে দুই হাজার লোককে ইমিগ্রেশন সেন্টারে পাঠানো হয়েছে। তারা যেখান থেকে এসেছেন সেখানেই পাঠানোর বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রোববার থেকে তাদের প্রত্যাবাসনের কাজ শুরু হবে।
গত শনিবার হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি অভিবাসীদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছেন। তিনি বলেন, যারা ফিরে আসছে তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। অভিবাসীবিষয়ক সংগঠনগুলো জানিয়েছে, লাতিন ও উত্তর আমেরিকার অভিবাসীরা উন্নত জীবনের আশায় প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালান।