ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

১০ হাজার টাকা বেতনে অনলাইনে গৃহকর্মী দিয়ে চুরি

  • আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অনলাইনের মাধ্যমে ফেসবুক গ্রুপ থেকে খুঁজে অনেকেই গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে এ সব গৃহকর্মী নিয়ে বিপদে পড়েন অনেক বাড়ির মালিক। তারা সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
রামপুরা থানায় এমনই একটি অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। গ্রেফতার গৃহকর্মীর নাম মোছা. নূপুর আক্তার। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গতকাল রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
একটি চক্র রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে চুরি-ডাকাতি করছে। সুযোগ বুঝে চক্রটির সদস্য গৃহকর্মীরা স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এর আগে শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার বাউরতলা এলাকা থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে চুরি করা একটি সোনার চুড়ি, একটি সোনার চেইন, আংটি ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাহবুব আলম বলেন, রামপুরার একটি বাসা থেকে এসব মালামাল চুরি করে গৃহকর্মী নুপুর আক্তার। ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে।
স্বল্প সময়ের মধ্যে গৃহকর্মীকে গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গত ২৩ জুলাই, রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে একটি সোনার চেইন, চুড়ি ও আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এ ঘটনার পরের দিন গৃহকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় একটি মামলা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে।
ডিএমপির এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, একটি চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গৃহকর্মীদের কাজে নিয়োগ দেয়ার আগে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হতে হবে। প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেয়া এবং তার তথ্য পুলিশের সিআইএমএস-এ অন্তর্ভুক্তির জন্য নগরবাসীকে অনুরোধ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ হাজার টাকা বেতনে অনলাইনে গৃহকর্মী দিয়ে চুরি

আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : অনলাইনের মাধ্যমে ফেসবুক গ্রুপ থেকে খুঁজে অনেকেই গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে এ সব গৃহকর্মী নিয়ে বিপদে পড়েন অনেক বাড়ির মালিক। তারা সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
রামপুরা থানায় এমনই একটি অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। গ্রেফতার গৃহকর্মীর নাম মোছা. নূপুর আক্তার। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গতকাল রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
একটি চক্র রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে চুরি-ডাকাতি করছে। সুযোগ বুঝে চক্রটির সদস্য গৃহকর্মীরা স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এর আগে শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার বাউরতলা এলাকা থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে চুরি করা একটি সোনার চুড়ি, একটি সোনার চেইন, আংটি ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাহবুব আলম বলেন, রামপুরার একটি বাসা থেকে এসব মালামাল চুরি করে গৃহকর্মী নুপুর আক্তার। ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে।
স্বল্প সময়ের মধ্যে গৃহকর্মীকে গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গত ২৩ জুলাই, রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে একটি সোনার চেইন, চুড়ি ও আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এ ঘটনার পরের দিন গৃহকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় একটি মামলা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে।
ডিএমপির এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, একটি চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গৃহকর্মীদের কাজে নিয়োগ দেয়ার আগে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হতে হবে। প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেয়া এবং তার তথ্য পুলিশের সিআইএমএস-এ অন্তর্ভুক্তির জন্য নগরবাসীকে অনুরোধ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।