ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ নিশ্চায়ন না করলে ফল বাতিল

  • আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের ‘প্রাথমিক নিশ্চায়ন’ প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। নিশ্চায়ন সম্পন্ন করতে পরিশোধ করতে হবে ৩৩৫ টাকা। অনলাইনে এ নিশ্চায়ন করতে পারছেন শিক্ষার্থীরা। তবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিশ্চায়ন না করলে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নির্বাচন বাতিল বলে বিবেচিত হবে। ফলে তাদের আবার দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে হবে। তাই পছন্দের কলেজ না পেলেও করতে হবে নিশ্চায়ন। পছন্দের কলেজ না পাওয়ায় যারা প্রাথমিক নিশ্চায়ন নিয়ে দ্বিধায় রয়েছে অনেক শিক্ষার্থী। তাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তা জানান, পছন্দের কলেজ না পেলেও শিক্ষার্থীদের প্রথম ধাপে নিশ্চায়ন করতে হবে।
কর্মকর্তারা আরও জানান, কারও হয়তো প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ, কিন্তু তৃতীয় পছন্দ দেওয়া ছিল অন্য একটি কলেজ। ফলাফলের ভিত্তিতে কলেজ দেওয়ায় শিক্ষার্থীদের হয়তো দুই-তিন নম্বরে দেওয়া পছন্দের কলেজ পেয়েছেন। যারা প্রথমদিকের পছন্দের কলেজ পাননি, তাদেরও এখন নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। যদি কেউ নিশ্চায়ন না করেন, তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে তৃতীয় যে কলেজ পেয়েছিল সেটিও পরে নাও পেতে পারেন।
এদিকে মঙ্গলবার রাতে একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তবে ৪৫ হাজার ১৮৩ জন শিক্ষার্থী আবেদন করেও কলেজ পাননি ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ নিশ্চায়ন না করলে ফল বাতিল

আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের ‘প্রাথমিক নিশ্চায়ন’ প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। নিশ্চায়ন সম্পন্ন করতে পরিশোধ করতে হবে ৩৩৫ টাকা। অনলাইনে এ নিশ্চায়ন করতে পারছেন শিক্ষার্থীরা। তবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিশ্চায়ন না করলে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নির্বাচন বাতিল বলে বিবেচিত হবে। ফলে তাদের আবার দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে হবে। তাই পছন্দের কলেজ না পেলেও করতে হবে নিশ্চায়ন। পছন্দের কলেজ না পাওয়ায় যারা প্রাথমিক নিশ্চায়ন নিয়ে দ্বিধায় রয়েছে অনেক শিক্ষার্থী। তাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তা জানান, পছন্দের কলেজ না পেলেও শিক্ষার্থীদের প্রথম ধাপে নিশ্চায়ন করতে হবে।
কর্মকর্তারা আরও জানান, কারও হয়তো প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ, কিন্তু তৃতীয় পছন্দ দেওয়া ছিল অন্য একটি কলেজ। ফলাফলের ভিত্তিতে কলেজ দেওয়ায় শিক্ষার্থীদের হয়তো দুই-তিন নম্বরে দেওয়া পছন্দের কলেজ পেয়েছেন। যারা প্রথমদিকের পছন্দের কলেজ পাননি, তাদেরও এখন নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। যদি কেউ নিশ্চায়ন না করেন, তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে তৃতীয় যে কলেজ পেয়েছিল সেটিও পরে নাও পেতে পারেন।
এদিকে মঙ্গলবার রাতে একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তবে ৪৫ হাজার ১৮৩ জন শিক্ষার্থী আবেদন করেও কলেজ পাননি ।