ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

১০ সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো

  • আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মৌসুম শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে বার্সেলোনা। সেই তালিকায় এবার নতুন সংযোজন, সের্হিও আগুয়েরোকে লম্বা সময়ের জন্য না পাওয়া। চোটে পড়ে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। গত রোববার আগুয়েরোর ডান পায়ের পেশিতে চোট পাওয়ার কথা জানিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু তার ফেরার সম্ভাব্য সময় তখন জানায়নি তারা। পরীক্ষার পর সোমবার জানানো হয়, সেরে উঠতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। আগামী অক্টোবরের আগে বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে না আগুয়েরোর। গত ৩১ মে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে কাম্প নউয়ের দলে যোগ দেন তিনি। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন পথচলা শুরু হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু সেই অপেক্ষা হলো দীর্ঘ। লিওনেল মেসিকেও হারিয়েছে বার্সেলোনা। লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধার কারণে দলটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে তার। এবার আগুয়েরোর ছিটকে পড়া। সব মিলিয়ে, আক্রমণভাগ নিয়ে কিছুটা ভাবতে হচ্ছে রোনাল্ড কুমানকে। প্রথম ম্যাচের জন্য তার হাতে রয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট, অঁতোয়ান গ্রিজমান ও মেমফিস ডিপাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো

আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : মৌসুম শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে বার্সেলোনা। সেই তালিকায় এবার নতুন সংযোজন, সের্হিও আগুয়েরোকে লম্বা সময়ের জন্য না পাওয়া। চোটে পড়ে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। গত রোববার আগুয়েরোর ডান পায়ের পেশিতে চোট পাওয়ার কথা জানিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু তার ফেরার সম্ভাব্য সময় তখন জানায়নি তারা। পরীক্ষার পর সোমবার জানানো হয়, সেরে উঠতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। আগামী অক্টোবরের আগে বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে না আগুয়েরোর। গত ৩১ মে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে কাম্প নউয়ের দলে যোগ দেন তিনি। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন পথচলা শুরু হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু সেই অপেক্ষা হলো দীর্ঘ। লিওনেল মেসিকেও হারিয়েছে বার্সেলোনা। লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধার কারণে দলটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে তার। এবার আগুয়েরোর ছিটকে পড়া। সব মিলিয়ে, আক্রমণভাগ নিয়ে কিছুটা ভাবতে হচ্ছে রোনাল্ড কুমানকে। প্রথম ম্যাচের জন্য তার হাতে রয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট, অঁতোয়ান গ্রিজমান ও মেমফিস ডিপাই।